Home শিক্ষা ক্যাম্পাস শিক্ষাখাতে উচ্চতর গবেষণার জন্য ২৫ লক্ষ টাকা অর্থ সহায়তা পেলো ববির দুই...

শিক্ষাখাতে উচ্চতর গবেষণার জন্য ২৫ লক্ষ টাকা অর্থ সহায়তা পেলো ববির দুই শিক্ষক

কাজী হাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.সুব্রত কুমার দাস ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান এবং তাদের সহ- গবেষকবৃন্দ  শিক্ষাখাতে উচ্চতর গবেষণার জন্য অর্থ সহায়তা পেয়েছেন।

পৃথক দুটি প্রকল্পে  ২০২১-২২ অর্থবছর থেকে ২ বছর ও ৩ বছর মেয়াদে মোট ২৫ লক্ষ টাকা অর্থসহায়তা পাবেন।

সোমবার (১৩জুন) দুপুর ৩ টায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো ( ব্যানবেইস )-তে চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র কাছ থেকে তাঁরা চেক গ্রহণ করেন।

এন্টিভাইরাল প্রোপার্টি সমৃদ্ধ মেডিসিনাল উদ্ভিদের ইনভিট্রো রিজেনারেশন ও বায়োকেমিক্যাল এনালাইসিস প্রকল্পে সহায়তা পাবে ১৫ লক্ষ টাকা। তিনবছর মেয়াদের এ প্রকল্পে নেতৃত্বে দিবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস। সহ-গবেষক হিসেবে থাকবে একই বিভাগের সহকারী অধ্যাপক  তানিয়া সুলতানা।

‘দক্ষিণ পশ্চিম উপকুলীয় অঞ্চলের দূর্যোগ ঝুঁকি হ্রাসকরনে বঙ্গবন্ধুর দূরদর্শিতা, পদক্ষেপ ও বর্তমান সরকারের সাফল্য’ প্রকল্পে সহায়তা পাবে ১০ লক্ষ টাকা। দুই বছর মেয়াদী এ প্রকল্পে নেতৃত্ব দিবেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান। সহ-গবেষক হিসেবে থাকবেন একই বিভাগের সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বঙ্গবন্ধু ও বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা সংক্রান্ত ০৮ টি প্রকল্প সহ মোট অনুমোদিত প্রকল্প ১০৯ টিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২টি প্রকল্পের জন্যে শিক্ষকবৃন্দ এ বরাদ্দ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments