Home শীর্ষ খবর বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় হত্যা

বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করায় হত্যা

দখিনের সময় ডেস্ক:

বন্ধুর সাবেক স্ত্রীকে বিয়ে করার জেরে রাকিব হোসেন (২৫) নামে এক যুবককে হত্যা করেছে তার বন্ধু রাসেল হোসেন ওরফে কাটা রাসেল (৩১)। মঙ্গলবার (১৪ জুন) সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।

জানা গেছে, সাত বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করেন রাসেল ও লাবণ্য সিদ্দিকা সাথী (২৬)। তাদের ঘরে রেদোয়ান আহমেদ রোজ নামে পাঁচ বছর বয়সী একটি ছেলেও রয়েছে। গত ২৩ মার্চ দস্যুতার দায়ে নাটোর সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে যান রাসেল। হাজতে থাকাবস্থায় সাথী তাকে ডিভোর্স দিয়ে রাসেলের বন্ধু রাকিব হোসেনকে (২৫) বিয়ে করেন। এরপর রাসেল জামিনে মুক্ত হয়ে রাকিবকে খুন করেন।

এ ঘটনায়  মঙ্গলবার (১৪ জুন) ভোরে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাসেল ৩১ মে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে রাকিবকে খুঁজতে থাকে। এরপর তিনি ১ জুন দুপুর ১২টার দিকে তার সহযোগীদের দিয়ে কৌশলে রাকিবকে নাটোর রেলওয়ে স্টেশনের ৩নং ওভার ব্রিজের ওপর নিয়ে যান। সেখানে রাসেলকে দেখা মাত্রই দৌড়ে পালানোর চেষ্টা করে রাকিব। এ সময় রাসেল সঙ্গে থাকা সহযোগীদের সহায়তায় রাকিবের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত রাকিব হোসেনের বড় ভাই মো. শাকিল হোসেন রাসেলকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments