Home বরিশাল দুর্ধষ থ্রি হুইলার ছিনতাই চক্র বিএমপির হাতে গ্রেফতার

দুর্ধষ থ্রি হুইলার ছিনতাই চক্র বিএমপির হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার

ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামী ধরার কথা বলে অটোগাড়ি  ছিনতাই করে একটি চক্র। অটোগাড়ি ছিনতাইয়ের মামলার তদন্ত করতে গিয়ে এমনই এক দুর্ধষ থ্রি হুইলার ছিনতাই চক্রকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম।

এয়ারপোর্ট থানাধীণ দোয়ারিকা মধ্য ফেরিঘাট সংলগ্ন রাস্তায় কাজী কামাল নামক এক অটোচালকের অটোগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ-সংক্রান্তে ভুক্তভোগীর স্ত্রী  তানিয়া  গত ১৭ জুন বিএমপি’র এয়ারপোর্ট থানায় ০৪ জন অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করলে ছিনতাই চক্রকে গ্রেফতার করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম সহ সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা বিএমপি সাদ্দাম হোসাইন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা বিএমপি কমলেশ চন্দ্র হালদার সহ থানার চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার ও বিভিন্ন দিকনির্দেশনা সহ নিরলসভাবে কাজ  শুরু করেন।

তারই ধারাবাহিকতায়, এসআই সাইদুল ইসলাম এর নেতৃত্বে, মামলা তদন্ত কর্মকর্তা এসআই রায়হান সহ সঙ্গীয় চৌকস টিম বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করেন, মোঃ সাখায়েত মুন্সি (৪০), মোঃ জহির হাসান মোল্লা (৩৫), মোঃ সোহেল হাওলাদার (৪০), মোঃ আমিরুল ইসলাম (৪০) কে বিভিন্ন স্পটে একাধিক অভিযান করে ছিনতাইয়ের ব্যবহৃত মোটরসাইকেল সহ আটক করেন। চক্রের ফরিদপুরের ১ নং অভিযুক্ত সাখায়েত মুন্সি (৪০) এই চক্রের গ্যাং লিডার, ০২ নং অভিযুক্ত জহির হাসান মোল্লা (৩৫) বিভিন্ন সময়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা পরিচয়ে টার্গেটকৃত গাড়িতে উঠেন, ০৩ নং অভিযুক্ত বরিশালের সোহেল হাওলাদার (৪০) গাড়ি মেকানিক চোরাই /ছিনতাই টিমের গাড়ি মেরামত ও যন্ত্রাংশ আলাদা করার কাজ করে থাকে এবং মাগুরার ০৪ নং অভিযুক্ত আমিরুল ইসলাম (৪০) ও ০৫ নং অভিযুক্ত মহসীন শেখ (৪৮) চোরাই মালামাল ক্রয় বিক্রয় করেন।

ভুক্তভোগীর স্ত্রী মোসাঃ তানিয়া জানান , তার স্বামী  গত ১৩ জুন বিকেলে দোয়ারিকা মধ্য ফেরিঘাট সংলগ্ন রাস্তায়  ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে ওঠে। কিছুদূর গেলে ওই ব্যক্তি গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে সেখানে আগে থেকে অবস্থানরত আরোও অজ্ঞাতনামা ০২জন ব্যক্তির সাথে কথা বলতে থাকে এবং কিছুক্ষনের মধ্যে অজ্ঞাতনামা মটরসাইকেল আরোহী তাদের সাথে যোগ দেয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামী ধরার জন্য আসছে  জানায় এবং নিজেদের মধ্যে হালকা নাস্তা করার কথা বলে । খাবারের সাথে কিছু নেশাজাতীয় দ্রব্য দিয়েছে  বুঝতে পেরে ভুক্তভোগী কামাল অটোগাড়ি স্ট্যার্ট দিতে চাইলে অজ্ঞাত ডিবি পরিচয়দানকারীরা অটো গাড়ির চাবি ছিনিয়ে নিতে ধস্তাধস্তি ও ঘুষি মেরে অটোগাড়ি থেকে রাস্তায় ফেলে দেয়ায় ভুক্তভোগীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাহাদের মটরসাইকেল ফেলে দ্রুত অটোগাড়ি ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

আন্তঃজেলা চোরচক্রের বর্ণিত প্রায় একই ঘটনায় বিভিন্ন থানায় ডজনেরও অধিক মামলা রয়েছে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে এই চক্র একেরপর এক ভুক্তভোগীদের স্বপ্ন ছিনিয়ে নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments