Home শীর্ষ খবর মেঘালয়ে ৮৩ বছরে সর্বোচ্চ বৃষ্টি

মেঘালয়ে ৮৩ বছরে সর্বোচ্চ বৃষ্টি

দখিনের সময় ডেস্ক:

মেঘ পিয়নের দেশ মেঘালয়ের রাজধানী শিলং থেকে ৬৫ কিলোমিটার দূরের শহর মৌসিনরাম। মেঘের জন্যে সেখানে অনেক সময় মাত্র চার হাত দূরের জিনিসও দেখা যায় না। আর সেই শহরটিতেই রেকর্ড করা হয়েছে ৮৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত।

জানা গেছে, ২৪ ঘণ্টায় মৌসিনরামে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০০৩.৬ মিলিমিটার। বৃষ্টিপাতের রেকর্ড রাখার পর থেকে এটি সর্বোচ্চ। স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির আবহাওয়া দপ্তর জানায়, মৌসিনরামে ১৭ জুন সকাল সাড়ে ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় ১০০৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে ওই অঞ্চলে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনা নয়। এর আগে চেরাপুঞ্জিতে ১৯৯৫ সালের ১৬ জুন ১৫৬৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া দপ্তরের তথ্যে দেখা যায়, মৌসিনরামে জুনে একদিনে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা ১৯৪০ সালের পর থেকে সর্বোচ্চ। এর আগে গত বুধবার সেখানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭১০.৬ মিলিমিটার।

এনডিটিভি জানায়, মৌসিনরাম ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ শহর। সেখানে বার্ষিক ১১৮০২.৪ মিলিমিটার (১৯৭৪-২০২২ সালের গড় অনুযায়ী) বৃষ্টিপাত হয়। আর চেরাপুঞ্জিতে বার্ষিক বৃষ্টিপাত হয় ১১৩৫৯.৪ মিলিমিটার (১৯৭১-২০২০ সালের গড় অনুযায়ী)।

চলতি মাসের শুরু থেকে উত্তরপূর্ব ও পূর্ব ভারতে ২২০.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে ৩৯ শতাংশ বেশি। মেঘালয়ে গত ১ জুন থেকে ৮৬৫.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে; এই হার স্বাভাবিক সময়ের চেয়ে ১৫৩ শতাংশ বেশি।

আবহাওয়াবিদরা বলছেন, এ ধরনের ভারী বৃষ্টিপাত আরো এক থেকে দুইদিন চলতে পারে। এরপর বৃষ্টির প্রবণতা কমতে শুরু করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা

দখিনের সময় ডেস্ক: পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পেছনে ফেলেছেন সংসদ সদস্যদের। সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৫...

হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সৈন্য নিহত

দখিনের সময় ডেস্ক: হামাসের রকেট হামলায় ইসরায়েলের ৩ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই ইসরায়েল-গাজার মধ্যবর্তী কেরেম...

মুন্সীগঞ্জে ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

দখিনের সময় ডেস্ক: মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলামসহ ৯ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৫ মে) দুপুরে মুন্সীগঞ্জ জেলা ও...

বরগুনায় বিদেশি মুদ্রার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: বরগুনার আমতলী উপজেলায় ডলার ও রিয়াল প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে বরগুনাসহ বিভিন্ন এলাকায় সৌদি রিয়াল...

Recent Comments