Home শীর্ষ খবর বন্যার  হঠাৎ আসেনি, ভবিষ্যতে রয়েছে এ ধরনের বন্যার আশঙ্কা

বন্যার  হঠাৎ আসেনি, ভবিষ্যতে রয়েছে এ ধরনের বন্যার আশঙ্কা

দখিনের সময় ডেস্ক:

ভয়াবহ বন্যা চলছে। তবে ১২২ বছরের রেকর্ড ভঙ্গকারী এই বন্যা হঠাৎ আসেনি।  জুনের মাঝামাঝিতে বড় বন্যা দেখা দিতে পারে, এমন পূর্বাভাস দেওয়া হলেও সংশ্লিষ্টরা বিষয়টি আমলে নেননি। ভবিষ্যতে এ ধরনের বড় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কৃষকদের কৃষি আবহাওয়া সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিরূপ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে একাধিক সেমিনারের আয়োজন করা হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহযোগিতায় হওয়া এসব সেমিনারে বন্যার পূর্বাভাস জানানো হয়েছিল। কিন্তু সংশ্লিষ্টরা বিষয়টিতে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। ফলে বন্যা প্লাবিত সিলেট ও সুনামগঞ্জের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এবারের বন্যাকে ভয়াবহ উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী ও নগদ টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু সরকারের এমন বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভবিষ্যতে এ ধরনের বড় বন্যার আশঙ্কা করেছেন পানিসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত। তিনি বলেন, এর জন্য প্রস্ততি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। তিনি বলেন, এমন বন্যার ঘটনা প্রতি ৪ থেকে ৫ বছর পর বারবার হয়। ফের ৪ থেকে ৫ বছর পর এমন পরিস্থিতি তৈরি হবে। প্রকৃতি কীভাবে আচরণ করবে, এটি ভালোভাবে বুঝে নিয়ে তার প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গোয়েন্দা নজদারীতে নতুন ডিসিরা

দখিনের সময় ডেস্ক: এদিকে নিয়োগপ্রক্রিয়া থেকে একের পর এক ঘটনার জন্ম হওয়ার প্রেক্ষাপটে সারা দেশের নতুন ডিসিরা এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। এদিকে ক্রমশঃ জটিল হচ্ছে...

মহানবীকে নিয়ে কটুক্তি, মুম্বাই অভিমুখে মুসলিমদের যাত্রা

দখিনের সময় ডেস্ক: ক্ষমতাসীন বিজেপির এমএলএ এবং এক ধর্মীয় গুরুর বিচারের দাবিতে র‌্যালি নিয়ে মুম্বাইয়ে গেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার মানুষ। তাদের নেতৃত্ব দিয়েছেনন...

নতুন উচ্চতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বাইডেন-ইউনূসের বৈঠক

দখিনের সময় ডেস্ক: স্বাধীনতার পর থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কখনও ভালো, কখনও টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। গত এক দশকে বিভিন্ন ইস্যুতে সেই সম্পর্ক একেবারে তলানীতে গিয়ে...

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

Recent Comments