Home অন্যান্য নির্বাচিত খবর বাচ্চা প্রসব না করেই প্রিতিদিন ৬ লিটার দুধ দিচ্ছে গরু

বাচ্চা প্রসব না করেই প্রিতিদিন ৬ লিটার দুধ দিচ্ছে গরু

দখিনের সময় ডেস্ক:

সাড়ে তিন বছর বয়সী বকনা গরু কখনো বাচ্চা প্রসব না করলেও দুই মাস ধরে ৬ লিটার করে দুধ দিয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় সন্দেহ থাকলেও আথালের অন্য গাভির বাছুর ওলান থেকে দুধ খেয়ে নিলে পরবর্তীতে দুধ সংগ্রহ শুরু করেন গরুর মালিক সিরাজুল হক মৃধা। এ দুধের স্বাদ ও পুষ্টি একই রয়েছে।

পশু চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা দুর্লভ হলেও অস্বাভাবিক নয়। মূলত প্রাণীর শরীরে হরমোনের পরিবর্তন হলে বাচ্চা ছাড়াই দুধ দিতে পারে। এই দুধ সেবনে কোনো ক্ষতি হয় না।

সিরাজুল হক বলেন, দুই মাস আগে একদিন ভোরে আথাল পরিষ্কার করতে গিয়ে দেখি নিচে ছোপ ছোপ দুধ পড়ে রয়েছে। বিষয়টি সন্দেহ হয়। কিন্তু আথালে নতুন বাচ্চা প্রসব করা কোনো গাভি না থাকায় খটকা লাগে। পরদিন সকালে গিয়ে দেখি অন্য গরুর বাচ্চারা এই গরুটির (বাচ্চা প্রসব না করা) ওলান থেকে দুধ খাচ্ছে। তারও অনেকদিন পরে সাহস করে দুধ সংগ্রহ করে খেয়ে দেখি অন্য গরুর মতই স্বাদ। শেষে দুই মাস ধরেই দুধ সংগ্রহ করছি।

সিরাজুল হক জানান, সাড়ে তিন বছর আগে অস্ট্রেলিয়ান জাতের কালো রংয়ের বাছুরটির জন্ম হয়েছিল। মাকে বিক্রি করে দিয়ে বাছুরটি রেখে দেন। সেই বাছুরটিই এখন বাচ্চা ছাড়াই দুধ দিচ্ছে। অথচ চিকিৎসকের মাধ্যমে চেষ্টা করেও তিনি তার ৩ বছর ৬ মাসের বকনার প্রজননের ব্যবস্থা করতে পারেননি।

বাবুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মো. ইফাত ইশতিয়াক বলেন, এসব গরুর দুধ পান করার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। এই দুধ খুবই পুষ্টিকর ও সুস্বাদু। বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরুল আলম বলেন, হরমোনের পরিবর্তনের কারণে বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিতে পারে গাভি। তবে এ ঘটনা খুবই বিরল। সাধারণত কয়েক লাখে এমন ঘটনা ঘটে। আমি ওই খামারির খোঁজ নিয়ে দেখেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments