Home প্রযুক্তি বিএমডব্লিউ, টেসলার সাথে টেক্কা দিতে ইউরোপে চীনা বৈদ্যুতিক গাড়ি

বিএমডব্লিউ, টেসলার সাথে টেক্কা দিতে ইউরোপে চীনা বৈদ্যুতিক গাড়ি

অনলাইন ডেস্ক:

বিএমডব্লিউ, টেসলার সাথে টেক্কা দিতে ইউরোপে চীনা বৈদ্যুতিক গাড়ি
ইউরোপের বাজারে ঢুকে পড়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি। ইতোমধ্যে নরওয়ের বাজারে ঢুকেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘নিও’। এছাড়াও আরও কয়েকটি কোম্পানি দেশটির বাজারে প্রবেশ করেছে। ভবিষ্যতে আরও নতুন নতুন চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি আসবে। কারণ দেশটিতে ২০২৫ সালের মধ্যে ডিজেল ও পেট্রোল চালিত নতুন গাড়ি বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে।

‘নিও’র নরওয়ে ও ডেনমার্কের জেনারেল ম্যানেজার মারিয়াস হেইলার বলেন, বৈদ্যুতিক গাড়ি কেনার পর আপনি ব্যাটারি নিয়ে একটি চুক্তি করতে পারবেন। গাড়ির ব্যাটারিটি আসলে আপনি ভাড়া নিচ্ছেন এবং তার কিছু সুবিধা রয়েছে। প্রথমত, গাড়ির দাম কম হবে। তাছাড়া আপনি সবসময় সবচেয়ে আধুনিক ব্যাটারিটি পাবেন।

অসলোর ঠিক বাইরে ইউরোপের সবচেয়ে বড় ব্যাটারি বদলের স্টেশন। একজন ভোক্তা ব্যাটারি বদলের অভিজ্ঞার কথা বলতে গিয়ে জানান, আমি দাগ দেওয়া চারকোণা জায়গাটিতে ঢুকছি, গাড়িটি নিজেই স্টেশনের ভেতরে ঢুকে পড়ছে। স্টিয়ারিং হুইলে আমার হাত নেই। আমার পা প্যাডেলে নেই।
এ বছরের শেষ নাগাদ নরওয়েতে এ রকম ২০টি স্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে। ব্যাটারি বদলের এসব স্টেশন তৈরির উদ্দেশ্য হচ্ছে- আপনি হয়ত গাড়ি নিয়ে দুরে কোথাও যাবেন। তবে ব্যাটারি চার্জ দেওয়ার সময় পাননি। সে সময় দ্রুত আপনার ব্যাটারিটি বদলে চার্জ করা একটি ব্যাটারি মাত্র ৫ মিনিটের মধ্যেই লাগিয়ে নিতে পারবেন।

অনেকগুলো চীনা বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড নরওয়েতে এসেছে। ভবিষ্যতে আরও আসবে। ইউরোপীয় বাজার তারা ধরতে চেষ্টা করছে। এক্সপেং, ভয়া ও হংজির মতো চীনা ব্র্যান্ড এখন মনে করছে, তারা টেসলা, বিএমডব্লিউ এবং অডির মতো ব্র্যান্ডের সাথে পাল্লা দিতে পারবে।

চীনা বৈদ্যুতিক গাড়ির ব্যাপারে নরওয়ে ইলেকট্রিকাল ভেলিকাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা বু বলেছেন, শুধু বৈদ্যুতিক গাড়ি নয়, একটি চীনা গাড়ি কেনার ব্যাপারে আমাদের সন্তুষ্ট করতে হবে তাদের। এবং আমরা সন্তুষ্ট কারণ মানুষের সামনে এখন অনেক বিকল্প। বিশেষ করে গত ছয় মাসে অনেক চীনা কোম্পানি নরওয়েতে এসেছে।

নরওয়ে রোড ফেডারেশনের পরিচালক ওভিন্ড সোলবার্গ থরসেন বলেন, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের জন্য আমাদের বেশ কিছু প্রণোদনা রয়েছে। এ ব্যাপারে দেশটিতে অনেক পরীক্ষা-নিরিক্ষা হচ্ছে। সে কারণেই অনেক চীনা নির্মাতা এই বাজারে ব্যবসার সুযোগ খুঁজছে।

উল্লেখ্য, ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বাজার দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। আমেরিকান টেসলার সাথে এই বাজারে প্রতিযোগিতা করছে বিএমডব্লিউ, অডির মত জার্মান ব্র্যান্ড। আর তেমন অভিজাত ব্র্যান্ড সচেতন এই বাজারে জায়গা করার চেষ্টা করছে চীনের অনেক কোম্পানি। সূত্র : বিবিসি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments