Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বরিশালে যা চলে স্বাস্থ্য সেবার নামে, প্রমাণ হলো বাবুল মোল্লা খুনের ঘটনায়

বরিশালে যা চলে স্বাস্থ্য সেবার নামে, প্রমাণ হলো বাবুল মোল্লা খুনের ঘটনায়

মশিউর রহমান তাসিন:

স্বাস্থ্য সেবার নামে বরিশালে চলে নানান ধরনের প্রতারণা ও তান্ডব। এ অভিযোগ বহুদিনের। কিন্তু মাঝেমধ্যে ছোটখাটে অভিযান চালানো হলেও মূল অপরাধী চক্র থেকে যাচ্ছে ধরা ছোয়র বাইরে। ফলে বরিশালে প্রাইভেট স্বাস্থ্য খাতের অপরাধীরা যে কতটা দানবে পরিনত হয়েছে তার প্রমান মিললো বিসিসি’র সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা গিয়াস উদ্দিন বাবুল মোল্লা খুন হবার মধ্য দিয়ে।

জানা যায়, বুধবার (২৯ জুন) বিকেলে মিথ্যা তথ্য দিয়ে দালালরা অটো রিকশায় করে রোগী নিয়ে আসে বরিশাল নগরীর জর্ডন রোডে গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের। দাললালরা বলেছিলো, ডা. অমিতাভ সরকার গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের বসেন। কিন্তু ডায়াগনস্টিক সামনে এসে রোগির সন্দেহ হয়। কারণ, তারা শুনেছিলন, ডা. অমিতাভ সরকার বসেন সদর রোডে। রোগীরা সদর রোডের ডা. অমিতাভ সরকারের কাছে যেতে চাইলে দালালদের সঙ্গে রোগী ও স্বজনদের কথা কাটাকাটি শুরু হয়।

এ সময় পাশ দিয়ে ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বাবুল মোল্লা। তিনি রোগীদের জানান, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে ডা. অমিতাভ সরকার বসেন না। প্রতারণা করার জন্য দাললদের তিরস্তার করেন বাবুল মোল্লা।

এতে ক্ষিপ্ত হয়ে গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের লোকজন ও দালালরা মিলে গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে ধরে একটি রুমের ভিতরে নিয়ে যায়। সেখানে তাঁকে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে পাঁজরের এবং বুকের হাড় ভেঙে যায়। এরপরও খান্ত হয়নি বরিশালের স্বাস্থ্য খাতের মাফিয়া চক্র। বরং রড দিয়ে বাবুল মোল্লার মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত হয়ে তাকে অটোর নিচে রেখে দালালচক্র রটিয়ে দেয়, সে অটো চাপা পড়ে মারাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত হালিমা খাতুন স্কুল, ১৩ ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল: দখিনের সময় ডেস্ক: অনিয়ম ও দুর্নীতিতে চরম সংকটে পড়েছে বরিশালের ঐতিহ্যবাহী বরিশালের হালিমা খাতুন স্কুল। শিক্ষকরা নিয়োজিত কোচিং বানিজ্যে। স্কুলের শিক্ষক, অভিভাবকদের মধ্যে...

আধাঘণ্টায় ৫০ হাজার ইলেকট্রিক গাড়ির অর্ডার পেল শাওমি

দখিনের সময় ডেস্ক: নিজেদের প্রথম বৈদ্যুতিক গাড়ি (ইভি) বাজারে এনেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এই গাড়ি উন্মোচন করা হয়। আর...

‘স্পেস স্যুট’ ছাড়া মহাকাশে কতক্ষণ বাঁচবেন নভোচারীরা?

দখিনের সময় ডেস্ক: ভীষণ কঠিন একটি কাজ মহাকাশ ভ্রমণ। যখনই একজন মহাকাশচারী যাত্রা শুরু করেন, তার আগে তাকে অনেক প্রস্তুতি নিতে হয়। পৃথিবীর বাইরের এমন...

মোবাইল ফোন চার্জের সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

দখিনের সময় ডেস্ক: মোবাইল ফোনের ব্যাটারিতে হঠাৎ বিস্ফোরণ বা আগুন ধরার কারণে প্রায়ই প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। মোবাইল চার্জে থাকাকালীন এ ধরনের ঘটনা...

Recent Comments