Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি গুণধর আওয়ামী লীগ নেতা, জন্মের আগেই নিজের নামে জাল দলিল

গুণধর আওয়ামী লীগ নেতা, জন্মের আগেই নিজের নামে জাল দলিল

দখিনের সময় ডেস্ক:

কিশোরগঞ্জের নিকলীতে একাধিক অসহায় ও দরিদ্র পরিবারের জমি জাল-জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে দামপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী আকবরের বিরুদ্ধে। পূর্ব পুরুষের দখলের জমি দলীয় ক্ষমতার দাপটে জবর-দখল করেন ওই আওয়ামী লীগ নেতা।

মো. আলী আকবরের বিরুদ্ধে এমন শতাধিক অভিযোগ থাকলেও ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় তার অন্যায়ের বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি নন। তারা জানান, গত এক দশকে এলাকায় বহু অসহায় মানুষের ফসলি জমি ভূয়া দলিলে জোরপূর্বক দখল করে নিয়েছেন।

ভুক্তভোগীরা সামাজিকভাবে কোথাও কোনো প্রতিকার পাচ্ছেন না। তার ভয়েও কেউ মুখ খুলতে চান না। এদিকে ওই সভাপতি তার জন্মের আগেই নিজ নামে জমি রেজিস্ট্রির দলিল দেখিয়ে জায়গা দখল করেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মো.আলী আকবরের  জন্ম তারিখ ১৯৬৩ সালের ২৫ সেপ্টেম্বর। অথচ তার নিজ নামে ৫ শতাংশ জমির সাফ কবলা দলিলে দেওয়া আছে জন্ম ১৯৬৩ সালের ২২ ফেব্রুয়ারি।

জানা যায়, নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া গ্রামের বাসিন্দার দরিদ্র ও অসহায় রইছ উদ্দিনের ছেলে খায়রুল ইসলামের ৮ শতাংশ, হাসান আলীর ছেলে নূরুল ইসলামের ২০ শতাংশ ও  একই গ্রামের মাছু শেখের ছেলে মো. সেলিমের ৫ শতাংশ জমি জবর-দখল করে নেন আলী আকবর। এলাকায় বিচার চাইলেও ভয়ে তার বিরুদ্ধে কেউ সালিস করতে ভয় পান। এখন তাদের জমি উদ্ধারের জন্য তারা দ্বারে দ্বারে ঘুরছেন।

ভুক্তভোগী রইছ উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম বলেন, ‘দাদার আমল থেকে দামপাড়ার মৌজার ১৪৮৬ দাগের ৮ শতাংশ জমি সাফ কবলায় আমরা ভোগ করছি। বাবা মারা যাওয়ার পর হঠাৎ মো. আলী আকবর তার দল-বল নিয়ে অবৈধ কাগজপত্র দেখিয়ে দখল করে নেয়। ভূমি অফিসে তল্লালি করলে জাল প্রমাণ মেলে। তারপরও ক্ষমতার দাপটে জমি দখল ছাড়েন না। অফিস আদালত যেন তার সবই কেনা। এখন কোথায় এর বিচার পাব?।’

একই গ্রামের হাসান আলীর ছেলে নূরুল ইসলাম বলেন, দামপাড়া মৌজার ১০৭৮ দাগে আমার জায়গার সাথে মো. আলী আকবর  ৫ শতাংশ জায়গা কিনে আমার ২০ শতাংশ জমি তিনি জোর দখল করে নেন। এ ব্যাপারে অভিযুক্ত দামপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আলী আকবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ‘কাগজপত্র সঠিক হওয়ায় আমি জমি কিনেছি। বরং তারা মিথ্যা দলিল তৈরি করে আমার মানহানি করছে।’ এ ছাড়া সাংবাদিকদের অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments