দখিনের সময় ডেস্ক:
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের রাঙামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি নির্ধারিত ফরম পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কোনো প্রতিষ্ঠান থেকে এমএস অ্যাপ্লিকেশনে কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৩৫ ও ৩০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
২. পদের নাম: কার্য সহকারী
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। নির্মাণকাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ২০ ও ২৮ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৪. পদের নাম: গ্রন্থাগার সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। লাইব্রেরিয়ান সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৫. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। হালকা যান চালানোর লাইসেন্সসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৯,৩০০–২১,৮০০ টাকা (গ্রেড–১৬)
৬. পদের নাম: স্পিডবোট চালক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। স্পিডবোট চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৯,৩০০–২২,৮৯০ টাকা (গ্রেড–১৬)
৭. পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাস। দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৮,৮০০–২১,৩৯০ টাকা (গ্রেড–১৮)
৮. পদের নাম: আর্ডালি
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা (গ্রেড–১৯)
৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
১০. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ১৮–৪০ বছর
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম পূরণ করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। চাকরির নির্ধারিত আবেদন ফরম ও প্রবেশপত্রের নমুনা ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য ৪০০ টাকা এবং ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ৩০০ টাকা চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটির নামে সোনালী ব্যাংক, নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি হিসাব নম্বর ৫৪১৯২৪০০০০৪৭২–এ জমা দিয়ে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ: আগামী ৭ আগস্ট ২০২২।
Post Views:
51