Home চাকরির খবর স্বাস্থ্য অধিদপ্তরে ৭৬৫ পদে চাকরির সুযোগ

স্বাস্থ্য অধিদপ্তরে ৭৬৫ পদে চাকরির সুযোগ

দখিনের সময় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘কোভিড–১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রকল্পে আউটসোর্সিং প্রক্রিয়ায় প্রকল্প চলাকালীন মেয়াদে অস্থায়ী ভিত্তিতে ৭৬৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

মেডিকেল অফিসার পদে নেওয়া হবে ১৩ জন। এমবিবিএস ডিগ্রি (এক বছরের ইন্টার্নশিপসহ) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। কোভিড–সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ১০০,০০০ টাকা।

ল্যাব কনসালট্যান্ট (মাইক্রোবায়োলজিস্ট/ ভাইরোলজিস্ট/ বায়োকেমিস্ট) পদে নিয়োগ পাবেন ২৭ জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলজি/ প্যাথলজি/ ল্যাব মেডিসিন/ ভাইরোলজি/ বায়োকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। বেতন ৮০,০০০ টাকা।

নার্স পদে নেওয়া হবে ১৫০ জন। বিএসসি ইন নার্সিং/ ডিপ্লোমা ইন নার্সিং এবং এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। বেতন ৫৫,০০০ টাকা।

ডিজিএইচএস সাপোর্ট স্টাফ নন–টেকনিক্যালে শূন্য পদ একটি। যেকোনো বিষয়ে স্নাতক/ সমমানের ডিগ্রি এবং জনবল ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যােব। বেতন ৬০,০০০ টাকা।

মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ পাবেন ১০৮ জন। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি (ল্যাব) বিষয়ে ডিপ্লোমা/ সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। বেতন ৩৭,৫০০ টাকা।

কম্পিউটার/ ডেটা অপারেটরে শূন্য পদ দুটি। আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি/ সমমান পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত (অন্তত তিন মাস), কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বেতন ৩০,০০০ টাকা।

ল্যাব অ্যাটেনডেন্ট নেওয়া হবে ৫৪ জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট/ সমমান পাস এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ২০,০০০ টাকা।

আয়া হিসেবে নিয়োগ পাবেন ১০৮। জুনিয়র স্কুল সার্টিফিকেট/ সমমান পাস হলে আবেদন করা যাবে। বেতন ২০,০০০ টাকা।

ওয়ার্ড বয় পদে নেওয়া হবে ১০৮ জন। আবেদনের জন্য স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট/ সমমান পাস হতে হবে। বেতন ২০,০০০ টাকা।

ক্লিনার পদে নিয়োগ পাবেন ১৯৪ জন। আবেদনের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট/ সমমান পাস হতে হবে। হরিজন সম্প্রদায় ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ২০,০০০ টাকা।

আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই http://dghserpp.teletalk.com.bd/home.php ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২১ জুলাই ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

ইসরায়েলে মশাবাহিত ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে নিহত ৭০, আক্রান্ত ৯১৩

দখিনের সময় ডেস্ক: মধ্যপ্রাচ্যের দু’টি দেশ লেবানন ও ফিলিস্তিনে দাপিয়ে বেড়াচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শেষ করতে না করতেই, দেশটি নতুনভাবে লেবাননে যুদ্ধ শুরু করেছে। এদিকে, মশাবাহিত...

Recent Comments