Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি কুয়াকাটায় হোটেলের নামে পতিতালয়, তরুণীর রহস্যজনক মৃত্যু

কুয়াকাটায় হোটেলের নামে পতিতালয়, তরুণীর রহস্যজনক মৃত্যু

দখিনের সময় ডেস্ক:

দেশের অনেক আবাসিক হোটেলের ছদ্মাবরণে চলে দেহ ব্যবসা। কয়েক দশক আগে যার সূচন হয়েছিলো রাজধানীর নবাবপুর রোডের কয়েকটি হোটেল দিয়ে। সে সময় কান্দুপট্রিসহ রাজধানীর পতিতালয়গুলো চালাতো  তাদের অনেকেই পতিতালয়  ‘উচ্ছেদের নেতা’ বনে যান।  এবং পতিালয় উচ্ছেদ ‘আন্দোলন’ সফল হয়। তাই বলে পতিতাবৃত্তির অবসান ঘটেনি। বরং আদিম এই পেশা সম্প্রসারিত হয়েছে, বেড়েছে মাফিয়া চক্রের আয়। একএকটি আবাসিক হোটেল হয়েযায় মিনি পতিালয়।

যে ধারা প্রথমে রাজধানী ঢাকা ও পরে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা দেশে। এ ধারায় দেশে অনেক মিনি পতিতারয সৃষ্টি হয়। আর কেবল হোটেলে নয়, বিভিন্ন এলাকার আবাসিক এলকায়ও ফ্লাট ভিত্তিক গড়ে ওঠে পতিতালয়। ফ্লাটবাড়িতে অঘোষিত মিনি পতিতাযগুলো মাঝেমধ্যে আইনশৃংখলা বাহিনীর অভিযান চললেও হোটেলগুলো হয়ে ওঠে দেহ ব্যবসার অভয়ারন্য।

এমনই একটি হোটেল পটুয়াখালীর কুয়াকাটায় রোজ গার্ডেন।  এই আবাসিক হোটেল থেকে সাদিকা ইসলাম ওরফে রিচি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৯টায় হোটেলের চারতলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

রোজ গার্ডেন নামক হোটেলে তরুরনীর মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক বলে আখ্যঅয়িত করেছে একটি সূত্র। এই সূত্র আরো জানিয়েছে, জমি বিক্রি নিয়ে সোমবার রাতে কুয়াকায় কতিপয় তরুন নেতার নেগোসিয়েশন বৈঠক ছিলো। এই বৈঠক উপলক্ষে নানান ধরনের বিনোদনের আয়োজন করা হয়েছিলো বলে জানাগেছে। এই আয়োজনের সঙ্গে তুরুনীর উপস্থিতি এবং মৃত্যুর যোগসূত্র থাকতে পারে বলে জানাগেছে।

এদিকে পুলিশ জানিয়েছে, গত রোববার স্বামী-স্ত্রী পরিচয়ে মো. রায়হান (২০) নামের এক যুবকের সঙ্গে রোজ গার্ডেনে উঠেছিলেন ওই তরুণী। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জের শহিদুল ইসলামের মেয়ে। পুলিশ আরও জানায়, রোববার রায়হানের সঙ্গে হোটেল রোজ গার্ডেনের ডি-৩ কক্ষ ভাড়া নেয় রিচি। একই সঙ্গে তাদের বন্ধু রিফাত (২৫) ও মিথিলা (১৮) পাশের রুম ডি-২ ভাড়া নেয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে তারা চারজন কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন।

সন্ধ্যায় রায়হান, রিফাত ও মিথিলা ডি-২ রুমে বসে গল্প করছিলেন। আর রিচি ডি-৩ রুমে ছিলেন। পরে রাত ৮টার দিকে রায়হান রুমের সামনে গিয়ে দরজা আটকানো পেয়ে বারবার নক করলেও সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রস্তুতি চলছে। পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments