Home শীর্ষ খবর পাগলের ঘরে মিলল ২ কোটি ৪৫ লাখ টাকা!

পাগলের ঘরে মিলল ২ কোটি ৪৫ লাখ টাকা!

দখিনের সময় ডেস্ক

কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের পাগল মৃত হাজি আমির হোসেন ওরফে বিশা পাগলার (৫৫) ঘরে পাওয়া গেছে নগদ ২ কোটি ৪৫ লাখ টাকা, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা ও প্রায় ৫ ভরি স্বর্ণসহ একটি আইফোন।

বুধবার (১৩ জুলাই) সকালে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, মৃত বিশা পাগলার ওয়ারিশ ও সাধারণ মানুষের উপস্থিতিতে তার ঘর থেকে এসব টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

জানা গেছে, গত শুক্রবার (৮ জুলাই) রাতে আধ্যাত্মিক পাগল হিসেবে খ্যাত বিশা পাগলা তার নিজবাড়িতে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার ছেলে-মেয়ে ও স্ত্রী কেউই না থাকায় তার আত্মীয়রা তাকে তার ক্রয়কৃত ৩০ শতাংশ জমিতেই দাফন করেন। দাফনের পর থেকে গত কয়েক দিন ধরে বিশা পাগলার আত্মীয়রা সন্দেহ করে আসছিলেন যে তার ঘরে টাকা পয়সাসহ স্বর্ণালঙ্কার থাকতে পারে।

মঙ্গলবার (১২ জুলাই) তার ওয়ারিশদের সামনে রেখে স্থানীয় জনপ্রতিনিধিরা তার ঘরের সিন্দুক খুলে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার দেখতে পান। এ খবর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে বিশা পাগলার বাড়িতে জমায়েত হয় হাজার হাজার মানুষ ও স্থানীয় রাজনৈতিক নেতারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তিতাস থানার পুলিশও।

পরে উদ্ধাকৃত টাকা ও অন্যান্য জিনিসপত্র উপস্থিত সবার সামনে বস্তাবন্দি করে মৃত বিশা পাগলার বিল্ডিংয়ের একটি রুমে তালা বদ্ধ করে পুলিশি পাহারায় রাখা হয়।

এ বিষয়ে তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির বলেন, আমরা পুলিশ প্রশাসন নিয়ে দায়িত্ব সহকারে ওই ভিক্ষুকের ঘরে থাকা সব অর্থ গণনা করেছি এবং এসব টাকা ব্যাংকে রাখার জন্য এলাকার লোকজন দাবি জানিয়েছে। তিনি বলেন এলাকাবাসীর সঠিক সিদ্ধান্ত অনুযায়ী এসব টাকা কাজে লাগানো হবে।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস জানান, মঙ্গলবার রাতে উপজেলার গাজীপুর গ্রামে মৃত বিশা পাগলা নামে এক পাগলের ঘরে বিপুল পরিমাণ টাকা পাওয়ার খবর পেলে রাতেই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

জগদ্দল পাথর স্বাস্থ্য খাত

মেয়াদ বিবেচনায় স্বাস্থ্যমন্ত্রীদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। তবে সাফল্যের বরপুত্র হিসেবে বিবেচনা করা যায় কর্নেল মালেক-পুত্র জাহিদ মালেক স্বপনকে। শুধু তাই নয়, তিনি...

শখের বাইক কলেজ ছাত্র যাচ্ছিলো কক্সবাজার, চলেগেলো প্রাণ

দখিনের সময় ডেস্ক: শখের বাইক কেড়ে নিলো চট্টগ্রামের পটিয়ার তানভির জামান (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীর প্রাণ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে পটিয়া থেকে...

চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি

দখিনের সময় ডেস্ক: তাপমাত্রা বাড়তে থাকায় চুয়াডাঙ্গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তীব্র গরমের...

জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভেটো

দখিনের সময় ডেস্ক: জাতিসংঘে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার পথ আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর ভোটাভুটিতে ভেটো...

Recent Comments