Home চাকরির খবর রেলওয়ের গার্ড গ্রেড-২ পদের মৌখিকের সূচি প্রকাশ

রেলওয়ের গার্ড গ্রেড-২ পদের মৌখিকের সূচি প্রকাশ

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশ রেলওয়ের গার্ড গ্রেড-২ পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এই পদের মৌখিক পরীক্ষা গ্রহণের সময়, তারিখ, স্থান ও রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলওয়ের গার্ড গ্রেড-২ পদের মৌখিক পরীক্ষা ২০ জুলাই থেকে শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত। রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়, ১৬ আব্দুল গণি রোড, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকায় সকাল সাড়ে নয়টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

রেলওয়ের গার্ড গ্রেড-২ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন ৩১৯ জন। গত ১৭ জুন এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস, সনদ বা প্রত্যয়ন উপস্থাপন না করে প্রতারণার আশ্রয় নিলে, কোনো ভুল বা মিথ্যা তথ্য দিলে, প্রয়োজনীয় তথ্য গোপন করলে, জাল সার্টিফিকেট উপস্থাপন করলে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা–সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে এবং আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো পর্যায়ে বিজ্ঞপ্তির শর্তানুযায়ী ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে। ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে, এমনকি সার্ভিসে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে আইনানুগ যেকোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া যাবে।

মৌখিক পরীক্ষার তারিখ ও রোল নম্বর এই https://railway.gov.bd/sites/default/files/files/railway.portal.gov.bd/notices/54286d1a_1c14_45ec_ac14_13fd61a84144/viva.pdf লিংক থেকে জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে নিল অ্যাপল

দখিনের সময় ডেস্ক: মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস অ্যাপ...

ফ্রিতে এআই ব্যবহার করে ছবি-ভিডিও এডিট করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি বেশ দাপটের সাথে রাজত্ব করেছে প্রযুক্তিবিশ্বে। যেকোনো জায়গায় যেকোনো কাজে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই...

অনলাইনে বিজ্ঞাপন দেখে বিনিয়োগের কথা ভাবছেন? সাবধান হোন এখনই

দখিনের সময় ডেস্ক: যদিও বর্তমানে বিভিন্ন ভাবে মানুষকে অনলাইন প্রতারণার সম্পর্কে সচেতন করা হচ্ছে। তবুও প্রায়ই দেশজুড়ে হাজার হাজার ব্যক্তি অনবরত এই অনলাইন স্ক্যামের ফাঁদে...

তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখতে পারেন যেসব উপায়ে

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। হিট অ্যালার্ট জারি হচ্ছে। এ অবস্থায় ঘরে ফিরেও স্বস্তি মিলছে না। একটু শীতলতার খোঁজে মানুষ। যাদের ঘরে এসি...

Recent Comments