Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

স্টাফ রিপে‍ার্টার ‍॥

বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা এসময় দোকানে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। গত মঙ্গলবার ১২ জানুয়ারি দুপুর সোয়া একটায় কলেজ এভিনিউ তার প্রতিষ্ঠিত নুসরা টেলিকমের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী কাজল তালুকদার ওই এলাকার মৃত মতিউর রহমান তালুকদারের ছেলে এবং একজন ব্যবসায়ী।

বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হামলায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কাজলের মাথার পিছনের অংশে কুপিয়ে রক্তাক্ত করে এবং ডান পায়ে লোহার রড দিয়ে আঘাত করে ভেঙ্গে দেয়। আহতের ভাই মাসুদ জানান, গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে নুসরা টেলিকমের সামনে এক তরকারি ব্যবসায়ীর উপরে তুচ্ছ বিষয় নিয়ে একদল সন্ত্রাসী হাতাহাতি হয় এক পর্যায়ে ব্যবসায়ীকে চড় থাপ্পড় মারা হয়।

এসময় উপস্থিত মাসুদ সামনে পড়লে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেখানেও সন্ত্রাসীরা মাসুদের উপর চড়াও হয়ে হামলা চালিয়ে পালিয়েছে।হামলার জের ধরে ঠিক দুপুর সোয়া একটায় ফের সন্ত্রাসীরা অতর্কিতভাবে মাসুদের ভাই কাজলকে তার টেলিকম দোকান থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার চেষ্টায় মাথার পিছনের অংশে কুপিয়ে আহত করে।

পাশাপাশি তার ডান পায়ে লোহার রড দিয়ে আঘাত করে পা ভেঙে দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে কাজলের পা ভেঙ্গে গেলে তাৎক্ষণিক হাসপাতালের অর্থোপেডিক বিভাগে প্রেরন করা হয়। তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments