Home শীর্ষ খবর বরিশালে এসেছে ৩ লাখ ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

বরিশালে এসেছে ৩ লাখ ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

দখিনের সময় ডেক্স ॥

বরিশালে পৌঁছাল ৩ লাখ ১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের বরিশালের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

পরে সিভিল সার্জন কার্যালয়ের নিচতলার একটি কক্ষে ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় করোনার ভ্যাকসিন রাখা হয়। ঢাকা থেকে পাঠানো ৩১ হাজার ২শ’ করোনার টিকা বরিশালে এসে পৌঁছেছে। পয়েন্ট ফাইভ মিলিলিটার এক ডোজ। একটি ভ্যাকসিনে ১০টি ডোজ রয়েছে। সেই হিসেবে ওই ভ্যাকসিন ৩ লাখ ১২ হাজার মানুষকে দেয়া যাবে। বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে ৫ জেলার জন্য এই ভ্যাকসিন পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, প্রথম ধাপে ঢাকা থেকে পাঠানো ৩১ হাজার ২শ’ করোনার ভ্যাকসিন গ্রহণ করি। প্রত্যেক টিকায় ১০টি ডোজ রয়েছে। পরে ওই টিকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সংরক্ষণ করা হয়েছে। তিনি বলেন, এরমধ্যে বরিশাল জেলার জন্য ১২ হাজার, ভোলা জেলার জন্য ৬ হাজার, পটুয়াখালী জেলার জন্য ৪ হাজার ৮শ’, বরগুনা জেলার জন্য ২ হাজার ৪শ’ ও ঝালকাঠি জেলার জন্য ১ হাজা ২শ’ টিকা পাঠানো হয়েছে। বাকি ৪ হাজার ৮শ’ টিকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে মজুত রাখা হবে।

কোন জেলায় প্রয়োজন হলে সেখান থেকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পাঠানো হবে। তবে গতকাল শুক্রবার পিরোজপুর জেলার জন্য ভ্যাকসিন আসেনি। আগামী ৩১ জানুয়ারি পিরোজপুর জেলার ভ্যাকসিন পাঠানোর কথা রয়েছে।
ডা. বাসুদেব কুমার দাস বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিশিল্ড নামে একটি ভ্যাকসিনে ১০টি ডোজ রয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বরিশাল বিভাগের বিভন্ন জেলায় ভ্যাকসিন দানের কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
১৮ বছরের কম বয়সী ও অন্তঃসত্ত্বা নারী ছাড়া সবাইকে নিঃসংকোচে এই ভ্যাকসিন নিতে পারবেন। বরিশালের জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ভ্যাকসিন সিভিলসার্জন কার্যালয়ের নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হয়েছে। নগরী ও সদর উপজেলায় চাহিদা অনুযায়ী রেখে ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঠানো হবে। উপজেলা পর্যায়ে এক থেকে দুই লাখ ভ্যাকসিন সংরক্ষনেরও ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনি ও ডেপুটি সিভিল সার্জনসহ জেলার ৪ জন চিকিৎসক ঢাকা থেকে ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ নিয়ে এসেছেন। প্রশিক্ষণ নিয়ে আসা তিনিসহ ওই ৪ জন চিকিৎসক দু’এক দিনের মধ্যেই মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের অনুমতি সাপেক্ষে জেলার ১০ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দু’জন করে ২০ জনকে ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ দিবেন।

ডা. মো. মনোয়ার হোসেন আরও বলেন, প্রথম পর্যায়ে সম্মুখসারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি- পেশার কিছু নির্বাচিত মানুষকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তাদের তালিকা জেলা প্রশাসকের কাছে পৌঁছে দেয়া হয়েছে। তবে ভ্যাকসিন দানের তারিখ এখনো নির্ধারণ হয়নি। এই টিকা দুটি ডোজে দেওয়া হবে। পয়েন্ট ফাইভ মিলিলিটার একটা ডোজ আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এটা মূলত মাংসপেশিতে দেওয়া হয়। ভ্যাকসিন পেতে অনলাইন নিবন্ধনের জন্য অ্যাপ ব্যবহার করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই, তারাও টিকাদান কেন্দ্রে যোগাযোগ করে তালিকাভুক্ত হতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

Recent Comments