Home বরিশাল জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ  অনুষ্ঠিত

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাসদের বিক্ষোভ  অনুষ্ঠিত

দখিনের সময় ডেস্ক:

জ্বালানী তেলের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বাসদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জনগনের মতামতের তোয়াক্কা না করে জ্বালানি তেলের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি সরকারের গনবিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। ডিজেলের দাম ৩৪ টাকা, পেট্রোলের দাম ৪৬ টাকা ও অকটেনের দাম ৪৬ টাকা বাড়ানো হয়েছে যেখানে বিশ্ববাজারে গত ৬ মাসের মধ্যে তেলের দাম সর্বনিম্ন অবস্থায় আছে। তেলের দাম বাড়ানোর সাথেসাথেই গাড়িভাড়া বৃদ্ধির ঘোষণা চলে আসছে এবং জিনিসপত্রের দাম আরেকদফা বাড়ানোর জন্য ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে যা জনজীবনকে আরো বিপর্যস্ত করবে।

বক্তারা জনগণকে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের আন্দোলনে শামিল হওয়ার আহবান জানান। একইসাথে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার না হলে বক্তারা হরতাল-অবরোধের মত কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি জানান।

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য মানিক হাওলাদারের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিশিষ্ট নাগরিক নজরুল ইসলাম খান, ব্যাটারিচালিত রিক্সা -ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ১৩ নং ওয়ার্ড সভাপতি শহিদুক ইসলাম, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন ২৮ নং ওয়ার্ডের সভাপতি মোকছেদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন শিকদার, বি এম কলেজ শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব প্রমুখ।

বার্তা প্রেরক:  সন্তু মিত্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘কখন কী হয়’

দেশে অনেক অবকাঠামো তৈরি হয়েছে ও হচ্ছে। যা অকল্পনীয় উন্নয়ন হিসেবে দৃশ্যমান। পাশাপাশি মনে করা হয়, সুশাসনের বিষয়টি সবচেয়ে অবহেলিত আর সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে...

দুলাভাইর কান্ড, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কোপাল শালিকে

দখিনের সময় ডেস্ক: বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দুলাভাইয়ের দায়ের কোপে শালি গুরুতর আহত হয়েছে।  গুরুতর আহত অবস্থায় শালি সীমা আক্তারকে (২২) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি...

বরিশাল বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নেতৃত্বে মৃদুল ও লিমন

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবস্থিত কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ, ২০২৪) সাবেক...

সি আর সি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সি আর সি ফাউন্ডেশন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার...

Recent Comments