Home শীর্ষ খবর কুমিল্লায় আছাড় দিয়ে সন্তানকে মারলেন বাবা

কুমিল্লায় আছাড় দিয়ে সন্তানকে মারলেন বাবা

দখিনের সময় ডেস্ক

কুমিল্লার দাউদকান্দিতে বাবার আছাড়ে ৪ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। স্বামী-স্ত্রীর কলহের জেরে শিশু আরফানকে স্ত্রী থেকে নিয়ে মাটিতে আছাড় দেন বাবা বিপ্লব। এতে শিশুটি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার(৭ আগস্ট) বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শিশুটি মারা যায়। গত ৩০ জুলাই ভোরে দাউদকান্দি উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে,  গত ৩০ জুলাই ভোরে স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে বিপ্লব তার স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ঘরের পাকা মেঝেতে আছাড় দেয়। এতে  তাৎক্ষণিক শিশুটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়।

পরে শিশুটিকে আত্মীয়-স্বজনদের সহযোগিতায় ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। প্রাইভেট হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৭ দিন পর গত শনিবার বিকালে শিশুটি মারা যায়। এ ঘটনার পর শিশুটির বাবা বিপ্লব পলাতক রয়েছে। তার পরিবারের সদস্যদের কাউকে পাওয়া যায়নি বলে তাদের মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফয়েজ ইকবাল জানান,  শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবুও পরিবারের কিছু সদস্যদের মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে বলতে পারবো। যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইনভার্টার নাকি নন-ইনভার্টার, কোনটিতে ভরসা রাখবেন?

দখিনের সময় ডেস্ক: এসি বা এয়ারকন্ডিশন এখন আর বিলাসতা নয় এটি এখন জনজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বৈশাখের শুরু থেকে সীমাহীন গরমে এসি কেনার ঝোঁক...

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করলে বুঝবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: তাৎক্ষণিক বার্তা প্রেরণের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য কোম্পানি সময়ে সময়ে আপডেট এনে থাকে হোয়াটসঅ্যাপ। এতে অন্যান্য ফিচারের...

গ্রাহকের অর্ডারের অ্যাপল পণ্য যেভাবে হাতিয়ে নিচ্ছেন স্ক্যামাররা

দখিনের সময় ডেস্ক: বিশ্বব্যাপী মানুষের ভরসার কথা মাথায় রেখে প্রসিদ্ধ টেক কোম্পানি অ্যাপল নানাবিধ পরিষেবা দিয়ে থাকে। আর এতে তাদের জনপ্রিয়তা এবং ব্যবসায়িক লাভ দুইই...

কোষ্ঠকাঠিন্য মোকাবিলার ৪ উপায়

দখিনের সময় ডেস্ক: কোষ্ঠকাঠিন্য সত্যিই হতাশাজনক হতে পারে! আশেপাশে এমন অনেক লোক আছে যারা প্রতিদিন সকালে মলত্যাগ করতে সমস্যায় পড়েন। আসলে টয়লেটে দীর্ঘ সময় কাটানো...

Recent Comments