Home শীর্ষ খবর বিপিসি’র কান্ড, নিজের ডলার জমা রেখে তেল কিনত রিজার্ভের অর্থে

বিপিসি’র কান্ড, নিজের ডলার জমা রেখে তেল কিনত রিজার্ভের অর্থে

বিশেষ প্রতিনিধি:

বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানতের (এফডিআর) পাশাপাশি রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসেবেও (ইআরকিউ) উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা তথা ডলার জমা রেখেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বিদেশ থেকে জ্বালানি তেল কিনতে না চাইতেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে প্রয়োজনীয় ডলারের জোগান পাওয়ার কারণে এই ডলার খরচে বরাবরই অনীহা ছিল রাষ্ট্রায়ত্ত এ সংস্থাটির।

এমনকি বৈদেশিক মুদ্রাবাজারে সংকটের সময়েও নিজেদের জমানো ডলার দিয়ে তেল কেনার খরচ মেটায়নি বিপিসি। উল্টো তেল আমদানিতে ডলার দিয়ে ব্যাংকগুলো সহযোগিতা করছে না মর্মে অর্থ মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের কাছে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে।

পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ।

বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমাতে ও বাজারে ডলার সরবরাহ বাড়াতে গত মাসে কেন্দ্রীয় ব্যাংক থেকে রপ্তানিকারকের ইআরকিউ হিসেবে রক্ষিত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ অনতিবিলম্বে নগদায়নের নির্দেশনা দেওয়ার পর বেরিয়ে আসে বিপিসির জমিয়ে রাখা বৈদেশিক মুদ্রার তথ্য। এর পরই বাংলাদেশ ব্যাংক থেকে বিপিসিকে জানিয়ে দেওয়া হয়েছে, নিজেদের ইআরকিউ হিসাবে ডলার অবশিষ্ট থাকা অবস্থায় তাদের আর কোনো আমদানিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার দিয়ে সহযোগিতা করা হবে না। কেন্দ্রীয় ব্যাংকের এমন কঠোর অবস্থানের পর ইআরকিউ হিসাবের ডলার দিয়ে জ্বালানি তেল আমদানির এলসির মূল্য পরিশোধ করছে বিপিসি।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বৈদেশিক মুদ্রা নগদায়ন না করতে তোলা হচ্ছে নানা অজুহাত। এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের বৈদেশিক মুদ্রা নগদায়ন না করার অনুমতি চেয়ে নিজ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করে চিঠিও পাঠিয়েছে। চিঠিতে তারা সুদবাহি মেয়াদি হিসাব পরিচালনা, ভবিষ্যৎ আমদানি দায় পরিশোধ ও ইরআরকিউ হিসাবের স্থিতি লিয়েন রেখে আন্তর্জাতিক কার্ড ইস্যু করার যুক্তি তুলে ধরেছে। তবে বিপিসি এ ধরনের কোনো যুক্তি না তুললেও প্রথম দফায় ইআরকিউ হিসাবে রক্ষিত অর্থের ৫০ শতাংশ ডলার দিয়ে নিজেদের আমদানি এলসির মূল্য পরিশোধের অনুমতি চেয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছিল। ওই আবেদনের পরই বাংলাদেশ ব্যাংক থেকে বিপিসিকে জানিয়ে দেওয়া হয় যে, নিজের ইআরকিউ হিসাবে রক্ষিত বৈদেশিক মুদ্রা তথা ডলার অবশিষ্ট থাকা পর্যন্ত তাদের জ্বালানি তেল আমদানিতে রিজার্ভ থেকে কোনো ডলার দেওয়া হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মানবিক মুখোশের আড়ালে দানব মিল্টন, অসহায় মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মের অভিযোগে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।...

চীনে অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে নিল অ্যাপল

দখিনের সময় ডেস্ক: মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন ডাউনলোড সাইট অ্যাপ স্টোর থেকে মেটার মালিকানাধীন দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং থ্রেডস অ্যাপ...

ফ্রিতে এআই ব্যবহার করে ছবি-ভিডিও এডিট করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি বেশ দাপটের সাথে রাজত্ব করেছে প্রযুক্তিবিশ্বে। যেকোনো জায়গায় যেকোনো কাজে মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে এই...

অনলাইনে বিজ্ঞাপন দেখে বিনিয়োগের কথা ভাবছেন? সাবধান হোন এখনই

দখিনের সময় ডেস্ক: যদিও বর্তমানে বিভিন্ন ভাবে মানুষকে অনলাইন প্রতারণার সম্পর্কে সচেতন করা হচ্ছে। তবুও প্রায়ই দেশজুড়ে হাজার হাজার ব্যক্তি অনবরত এই অনলাইন স্ক্যামের ফাঁদে...

Recent Comments