Home শীর্ষ খবর বরগুনায় ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের ভূমিকা, পুলিশের একটু বাড়াবাড়ি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের ভূমিকা, পুলিশের একটু বাড়াবাড়ি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনা দেশজুড়ে আলোচনার ক্ষেত্র তৈরি করেছে। এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ছাত্রলীগকে পিটুনির ঘটনায় বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে প্রত্যাহার করে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। স্থানীয় পুলিশের অতিরিক্ত বাড়াবাড়িতে বিব্রত পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহলও।

ঘটনায় পুলিশের কার কী ভূমিকা ছিল, কোন পরিপ্রেক্ষিতে লাঠিচার্জ ও স্থানীয় এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে অশোভন আচরণ করা হয় তার পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে পুলিশ। ক্ষমতাসীন দলের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের নেতাদের ওপর পুলিশের এমন মারমুখী অবস্থান ও স্থানীয় এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীর ‘অশোভন’ আচরণে ক্ষোভ বইছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যেও বিরাজ করছে তীব্র প্রতিক্রিয়া। আওয়ামী লীগ নেতাকর্মীরা অতিরিক্ত পুলিশ সুপারের অতীতের রাজনৈতিক পরিচয় তুলে ধরেও ফেসবুকে পোস্ট করছেন।

এদিকে বরগুনার ঘটনা প্রসঙ্গে মঙ্গলবার(১৬ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনায় পুলিশের একটু বাড়াবাড়ি হয়েছে। ঘটনাটি এভাবে না ঘটলেও পারত মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরগুনায় কেন এমন ঘটনা ঘটেছে, তা পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) দেখতে বলা হয়েছে। এতটা বাড়াবাড়ি ঠিক হয়নি।

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেছেন,  সার্বিকদিক বিবেচনা করে ও তদন্তের স্বার্থে মহররম আলীকে বরিশালে আমার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সোমবারের ওই ঘটনার পর পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে মহররম আলীকে আপাতত রেঞ্জ কার্যালয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

তদন্ত কমিটি গঠন

বরগুনার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান,  মো. তোফায়েল হোসেন সরকার ও পুলিশ পরিদর্শক মো. শাহাবুদ্দিন। বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, বরগুনার ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তের স্বার্থে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

ছাত্রলীগের তদন্ত কমিটি

বরগুনায় ছাত্রলীগের সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। গতকাল ছাত্রলীগের দপ্তর সেল থেকে দেওয়া সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন বিদ্যুৎ এবং উপতথ্য ও গবেষণা সম্পাদক আবদুর রশিদ রাফি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক সোমবার বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে অনাকাক্সিক্ষত সংঘর্ষ ও হামলার ঘটনা তদন্তের স্বার্থে এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ-আলোচনা হবে: জনপ্রশাসনমন্ত্রী

দখিনের সময় ডেস্ক: জনপ্রশাসনমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করব।...

শেষ মুহূর্তে আটকে গেল এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষকদের বদলি প্রক্রিয়া

দখিনের সময় ডেস্ক: সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষকরাও বদলি হতে পারবেন এমন উদ্যোগ নিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করে...

গভীর গুহায় মৃদু আলো

সম্প্রতি ব্যারিস্টার সুমন তার প্রাপ্ত অর্থের পরিমাণ তুলে ধরে নিজের নির্বাচনি এলাকায় যে বক্তব্য দিয়েছেন তা রাষ্ট্রব্যবস্থার গভীরে কালো গুহায় মৃদু আলো ফেলেছে বলে...

২৩ বছর পর রাজনী‌তিতে ফেরার ইঙ্গিত দিলেন আবুল হাসান চৌধুরী

দখিনের সময় ডেস্ক: রাজনী‌তি‌তে ফেরার ইঙ্গিত দি‌য়ে‌ছেন সা‌বেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়ছার। শ‌নিবার (৪ মে) সন্ধ‌্যায় মধুপুর পৌরসভার কাঁঠালতলা এলাকায় উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নের...

Recent Comments