Home Uncategorized ববির দর্শন বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সক্রেটিস রানার্সআপ টিম প্লেটো

ববির দর্শন বিভাগের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সক্রেটিস রানার্সআপ টিম প্লেটো

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে (২০২১-২২)  চ্যাম্পিয়ন   টিম সক্রেটিস এবং রানার্সআপ  টিম প্লেটো। আজ বেলা বুধবার (১৭ আগস্ট) ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচ ১-১ গোলে ড্র হলে ট্রাইব্রেকারে গড়ালে টিম সক্রেটিস চ্যাম্পিয়ন হয়।

উক্ত খেলায় দর্শন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ আব্দল্লাহ আল মামুনসহ দর্শন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শরিফুল ইসলাম বলেন, শুভ্রতার প্রতীক সাদা জার্সি জয়টা আসলেই অনেক আনন্দের ছিল আজ। দর্শন বিভাগ আন্তঃব্যাচ ফুটবল ম্যাচের চ্যাম্পিয়ান সক্রেটিস দলের সকল খেলোয়াড়দের খেলার নৈপুণ্য দেখিয়েছেন এবং তাদের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন এজন্য আমরা ট্রফি হাতে পেয়েছি। কৃতজ্ঞতা আমাদের  শিক্ষকদের প্রতি তাদের প্রেরণা ও সহযোগিতা ছিলো বলেই  ফুটবল টুর্নামেন্টটি যথাযথভাবে শুরু এবং শেষ হলো। এছাড়া দর্শন বিভাগ ছাত্রকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক জাবের আকন্দ কে টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ।

এছাড়াও রানারআপ টিম প্লেটোর অধিনায়ক মোঃ তুইীন ইসলাম বলে-টিম প্লেটো দলের অধিনায়ক এর দায়িত্ব পেয়ে এবং সকল স্যার ম্যামদের দিকনির্দেশনা পেয়ে আমি অত্যান্ত খুশি। আমি আমার দলকে খেলা শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সুন্দর ও শৃঙ্খলভাবে খেলার পরামর্শ দিয়েছি, প্রত্যেকেই সে অনুযায়ী খেলেছে এবং সবাই তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে।

খেলা উপভোগ করতে আশা দর্শক দর্শন বিভাগের শিক্ষার্থী তাসনীম শফিক প্রাপ্তি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলা আমাদের জীবনের অংশ, এর মাধ্যমেই শারীরিক ও মানসিক বিকাশ ঘটে,মানুষের আগ্রহ ও উদ্দীপনা বাড়ে। খেলায় হার জিত থাকবে যার ফলে চ্যাম্পিয়ন টিম সক্রেটিস এবং রানারআপ টিম প্লেটো। তবে উভয় দল সুন্দর ও মনোমুগ্ধকর খেলছে  এবং রেফারি অতি দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করেছেন।

এই  ম্যাচটি পরিচালনার দায়িত্ব ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নাল আবেদীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গরমও আসে ভারত থেকে

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এখন বেশি তাপমাত্রা বিরাজ করছে। এর কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের...

বৃষ্টিপাতের সম্ভাবনা, আর বাড়বে না তাপমাত্রা

দখিনের সময় ডেস্ক: নতুন করে তিন দিনের হিল অ্যালার্ট জারি হলেও চলতি সপ্তাহের শেষ থেকেই উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামী মাসের শুরুতে মোটামুটি...

আমার লাশটি কাদের ভাইকে উৎসর্গ করে গেলাম

কলামের শিরোনাম দেখে যে কারও মনে একাধিক প্রশ্ন দেখা দিতে পারে। এর মধ্যে দুটি প্রধান। এক. যেখানে সরকারি দফাদারকেও ‘স্যার’ বলার অঘোষিত বাধ্যবাধকতা দাঁড়িয়ে...

প্রতি বছর বিশ্বে সাপের কামড়ে মারা যায় দেড় লাখ মানুষ

দখিনের সময় ডেস্ক: প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশে ৪৫ থেকে ৫৫ লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এর মধ্যে ৮০ হাজার থেকে ১লাখ ৪০ হাজারের...

Recent Comments