Home চাকরির খবর বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে একাধিক পদে চাকরি, দিতে হবে ডোপ টেস্ট

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে একাধিক পদে চাকরি, দিতে হবে ডোপ টেস্ট

দখিনের সময় ডেস্ক:

সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ৫ম থেকে ১৬তম গ্রেডে ১৩ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং(আইপিই) পাস। এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ/শ্রেণি বা জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০ থাকতে হবে।
বেতন স্কেল: ২৮,১৬০-৬৭,৯১০ টাকা (গ্রেড-৫)

২. পদের নাম: ক্রয় কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর/এমবিএ পাস। শিক্ষাজীবনে দুটি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ/শ্রেণি বা জিপিএ ৫-এর স্কেল ৩.৫ অথবা জিপিএ-৪-এর স্কেল ৩.০ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২৪,৪৮০-৪৯,৪৪০ টাকা (গ্রেড-৬)

৩. পদের নাম: উপসহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ১
যোগ্যতা: কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল) পাস। এসএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ বা জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০ থাকতে হবে।
বেতন স্কেল: ২৪,৪৮০-৪৯,৪৪০ টাকা (গ্রেড-৬)

৪. পদের নাম: মার্কেটিং সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: ব্যবসায় শিক্ষায় স্নাতক পাস। শিক্ষাজীবনে দুটি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ/শ্রেণি বা জিপিএ ৫-এর স্কেলে ৩.৫ অথবা জিপিএ ৪-এর স্কেলে ৩.০ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩)

৫. পদের নাম: মেশিন অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এসএসসি ভোকেশনালসহ (জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল মেকানিকস/মেশিন টুলস অপারেশন/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি) এইচএসসি বা সমমান পাস। এই প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ বিভাগ এবং মান নিয়ন্ত্রণ শাখায় যে অস্থায়ী কর্মীরা দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সরকারি/বেসরকারি কেব্‌ল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে কর্মীরদের উৎপাদনকাজে দুই বছরের অভিজ্ঞতা আছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস। সব পরীক্ষায় জিপিএ ৫-এর স্কেল ৩.০ থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৭০০-২৮,২৯০ টাকা (গ্রেড-১৩)

৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস। প্রার্থীকে ভারী ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে এবং লিফটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১১,৪৪০-২৭,৬৯০ টাকা (গ্রেড-১৪)

৭. পদের নাম: সাহায্যকারী
পদসংখ্যা: ৫
যোগ্যতা: এসএসসি ভোকেশনাল (জেনারেল ইলেকট্রনিকস/জেনারেল মেকানিকস/মেশিন টুলস অপারেশন/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ওয়ার্কস/কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি) পাস। এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জিপিএ ৫-এর স্কেলে ৩.০ থাকতে হবে। এ প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ বিভাগ এবং মান নিয়ন্ত্রণ শাখায় যে অস্থায়ী কর্মীরা দুই বছরের অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সরকারি/বেসরকারি কেব্‌ল উৎপাদনকারী প্রতিষ্ঠানে যে কর্মীদের উৎপাদনকাজে দুই বছরের অভিজ্ঞতা আছে, তাঁদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ১০,৭৩০-২৫,৯৭০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে ৫ থেকে ৭ নম্বর পদের জন্য এই প্রতিষ্ঠানে নিয়োজিত স্থায়ী/অস্থায়ী (আউটসোর্সিং কর্মীসহ) কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

শর্ত
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। চাকরিরত প্রার্থীদের উপযুক্ত শর্তানুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের জন্য প্রার্থীদের ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আবেদনপত্রে ওভার রাইটিং কিংবা ফ্লুইড ব্যবহার করা যাবে না।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে রেজিস্টার্ড ডাকযোগে/জিইপি/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে। হাতে হাতে বা নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও ৪ থেকে ৭ নম্বর পদের জন্য ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের (অফেরতযোগ্য) মূল কপি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনার অনুকূলে সোনালী ব্যাংক, ক্যাবল শিল্প শাখা, খুলনার ওপর দাখিল করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, শিরোমনি শিল্প এলাকা, পোস্ট: সোনালী জুট মিলস, খুলনা-৯২০৬।

আবেদনে শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments