Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি নৌ-বিহারের নামে লঞ্চে জুয়া-মাদক ও নারী ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেফতার ৯৬

নৌ-বিহারের নামে লঞ্চে জুয়া-মাদক ও নারী ব্যবসা, র‌্যাবের অভিযানে গ্রেফতার ৯৬

স্টাফ রিপোর্টার ॥

দেখলে মনে হবে, নির্মল বিনোদনের আয়োজন। নৌ-বিহার। কিন্তু আসলে এটি অপরাধী চক্রের জুয়া, মাদক ও নারী ব্যবসার ফাঁদ। এমনই একটি ঘটনা উম্মোচন করেছে র‌্যাব-১০। এসময় মাদকদ্রব্য ও জুয়ার উপকরণ এবং নারী-পুরুসসহ ৯৬ জনকে আটক করা হযেছে। এদের কাছে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন উপকরণ পাওয়া গেছে।

র‌্যাবের অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে বিয়ার ১১০ ক্যান, বিদেশি মদ ২ বোতল, ইয়াবা ১৩০ পিস, গাঁজা- ২০০ গ্রাম। এছাড়া ৩ লাখ ৫২ হাজার টাকা, প্লেইং কার্ড ৮৩২ টি, জুয়ার বড় কার্ড-৩০ টি, জুয়ার ব্যানার ১ টিসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৯ জন নারী ও ৪৭ জন পুরুষ।

নৌবিহারের নামে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লঞ্চে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে গত শুক্রবার দুপুরে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও থেকে এমভি রয়েল ক্রুজ-২ নামের লঞ্চটিতে অভিযান চালায় র‌্যাব-১০। ক্যাসিনো ও বিভিন্ন ক্লাবে আইনশৃংখলা বাহিনীর অভিযান এবং র‌্যাব-১০ তার আওতাধীন এলাকায় মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় এসব অপরাধীরা তাদের অপরাধ সংঘটনের জন্য নতুন পন্থা অবলম্বন করে। এরই আওতায় ঢাকার সদর ঘাট হতে নৌবিহারের নামে ঢাকা চাঁদপুর রাউন্ড ট্রিপে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত অপরাধ ও অসামাজিক কার্যকলাপ চালানো হতো।

র‌্যাব-১০ সদর কোম্পানির অপারেশন টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, ঢাকা-চাঁদপুরগামী এম ভি রয়েল ক্রুজ-২ নামক বিলাসবহুল লঞ্চে মাদক, জুয়া ও অসামাজিক কার্যকলাপ সংঘটিত হবে। এ সংবাদের ভিত্তিতে অপারেশন দলের কয়েকজন সদস্য ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে ছেড়ে যাওয়া এম ভি রয়েল ক্রুজ-২ জাহাজে সাধারণ যাত্রী বেশে অবস্থান নেয়। এই লঞ্চটি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল সাড়ে ১০টায় চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লঞ্চে মাদকদ্রব্যের ব্যবহার, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হয়ে লঞ্চে থাকা এফএস সদস্যগণ লঞ্চটি থামাতে চেষ্টা করলে লঞ্চের ক্রুগণ অসহযোগী মনোভাব প্রকাশ করেন। এ অবস্থায় অপারেশন দলনেতার নেতৃত্বে অন্য এফএস সদস্যসহ দুইটি ট্রলারযোগে পানগাও, দক্ষিণ কেরানীগঞ্জ সংলগ্ন এলাকায় বুড়িগঙ্গা নদীর মাঝে লঞ্চটিকে থামায়। পরে লঞ্চটি পানগাও টার্মিনালে লঞ্চটিকে নোঙ্গর করানো হয়।

আটককৃত লঞ্চটিতে তল্লাশি চালিয়ে নিম্নলিখিত জুয়া, মাদক ও অসামাজিক কার্যকলাপের বিষয়টি নিশ্চিত হয় র‌্যাব। এখানে মোট ৯৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪৭ জন পুরুষ ৪৯ জন নারী। এদের মধ্যে ১০ জনকে মামলায় আসামী করা হয়েছে বলে জানাগেছে। এ ব্যাপারে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments