Home লাইফস্টাইল দেশে ৬০ ভাগের বেশি ‌‌‌‌‌‌‘হাইপারটেনশন’ রোগী অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপে ভুগছেন

দেশে ৬০ ভাগের বেশি ‌‌‌‌‌‌‘হাইপারটেনশন’ রোগী অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপে ভুগছেন

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন উচ্চরক্তচাপ বা হাইপারটেনশনে ভোগেন। অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপ তাদের স্ট্রোক, হৃদরোগ, কিডনির রোগ, ডায়াবেটিস ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। প্রাপ্তবয়স্কদের মৃত্যুর শীর্ষ কারণগুলোর মধ্যে উচ্চরক্তচাপ তৃতীয় এবং হৃদরোগ সংক্রান্ত মৃত্যুর প্রায় অর্ধেকের সাথে এটি সরাসরি সম্পৃক্ত।

সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এনজিএইচআই) ও রংপুর হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার (এইচএন্ডআরসি-রংপুর) বাংলাদেশের উত্তরাঞ্চলে উচ্চরক্তচাপে আক্রান্ত আঠারোর্ধ ব্যক্তিদের মধ্যে একটি গবেষণা পরিচালনা করে। সর্বমোট ২,২৭৬ জন উচ্চরক্তচাপের রোগী যারা ২০২০-২১ সালের মধ্যে হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার সেবা নিয়েছেন তাদেরকে এই গবেষণার আওতায় আনা হয়। হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার, রংপুর বাংলাদেশের উত্তরাঞ্চলে শুধুমাত্র উচ্চরক্তচাপ সংক্রান্ত স্বাস্থসেবা দানকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সর্ববৃহৎ।

এই গবেষণা থেকে দেখা গেছে, উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় পরমর্শ দেয়া স্বত্ত্বেও শতকরা ৬০ ভাগের বেশি রোগী অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপে ভোগেন। অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপের জন্য প্রায় শতকরা ৪০ ভাগ রোগী স্ট্রোক এবং হৃদরোগের উচ্চ ঝুঁকিতে আছেন।

শতকরা ৫২ ভাগ উচ্চরক্তচাপের রোগীর ক্ষেত্রে অতিরিক্ত ওজন অথবা স্থুলকায় আকৃতি পরিলক্ষিত হয়েছে- যা খুবই দুশ্চিন্তাজনক। এ থেকে প্রতীয়মান হয় যে উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখা দরকার, যার জন্য জীবনযাত্রার ধারায় পরিবর্তন আনা জরুরি।

এই গবেষণা থেকে আরও দেখা গেছে- চিকিৎসকের পরামর্শ স্বত্ত্বেও প্রায় এক তৃতীয়াংশ রোগী পুনরায় চিকিৎসকের কাছে পরামর্শ নিতে যাননি, প্রায় দুই তৃতীয়াংশ রোগী তাদেরকে দেয়া খাদ্যাভাস সংক্রান্ত পরামর্শ মেনে চলেননি এবং প্রায় ৫৫ শতাংশ রোগী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলেছেন।

আরও দেখা গেছে যে, ১৫% উচ্চরক্তচাপের রোগী তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়াই ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছেন এবং আরও প্রায় ৭৫% রোগী ছিলেন যারা অনিয়মিতভাবে ঔষধ সেবন করছেন। গবেষণার অন্তর্ভুক্ত রোগীদের অর্ধেকের উচ্চরক্তচাপের পাশাপাশি অন্যান্য রোগ ছিলো।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং রংপুরের হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার কর্তৃক পরিচালিত এই গবেষণাটি উচ্চরক্তচাপ ব্যবস্থাপনায় আমাদের দেশের বাস্তবতার প্রতিচ্ছবি। এরকম গবেষণা আরও বেশি বেশি হওয়া উচিৎ। কারণ, বিদেশে পরিচালিত গবেষণার ফলাফলের চেয়ে স্থানীয়ভাবে পরিচালিত আমাদের নিজস্ব গবেষণার ফলাফল উচ্চরক্তচাপের রোগীদের কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

ঢাকা মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীর বলেন, “মানুষ হৃদরোগ নিয়ে সবসময় চিন্তিত থাকে। অথচ, হৃদরোগ প্রতিরোধ করতে চাইলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে হার্ট অ্যাটাক, হার্ট ফেইলুরের ঝুঁকি অনেকটাই কমে যায়।”

রংপুরের হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. জাকির হোসেন বলেন, “অনিয়মিত ঔষধ সেবন ও চিকিৎসকের কাছে পরামর্শ গ্রহণ করতে না যাওয়া উচ্চরক্তচাপের রোগীদের সেবার কার্যকারিতাকে বিঘ্নিত করতে পারে। নিয়মিতভাবে চিকিৎসকের কাছে পরামর্শ গ্রহণ না করলে তা স্ট্রোক, হৃদরোগ, কিডনির রোগ, ডায়াবেটিস ইত্যাদি জটিল রোগে আক্রান্ত হওয়ার, এমনকি মৃত্যুর ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে”।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক, ডা. আহমেদ হোসেন বলেন, “বাংলাদেশের উত্তরাঞ্চলে একাধিক রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য পর্যাপ্ত দক্ষ-সেবাকর্মী নেই। এই অঞ্চলে আমাদের প্রচুর জনসচেতনাতামূলক কার্যক্রম পরিচালনা করা দরকার যাতে রোগীদের মধ্যে চিকিৎসকের পরামর্শ মেনে ঔষধ সেবনের প্রবণতা বাড়ানো যায়। জাতীয় দুরারোগ্য প্রতিরোধ কার্যক্রমকে সফল করার জন্য আমাদের বহুসংক্ষক কমিউনিটি স্বাস্থ্য বিশেষজ্ঞ দরকার। সবার জন্য কার্যকরী স্বাস্থসেবা নিশ্চিতকরণে এসডিজি ২০৩০ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য আরও কার্যকরী ভূমিকা নেয়ার সময় এখনই”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments