দখিনের সময় ডেস্ক
ভারতীয় দলকে হারানোর সুবর্ণ সুযোগ পেয়েও হাতছাড়া করল জিম্বাবুয়ে। রোহিত শর্মা-বিরাট কোহলি-জসপ্রিত বুমরাহহীন ভারতকে পেয়েও হারাতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৮৯ রান করে ভারত। দলের হয়ে ৯৭ বলে ১৫টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ১৩০ রান করেন শুভমান গিল ৬১ বলে ৫০ রান করেন ইশান কৃশান। ৬৮ বল খেলে ৪০ রান করেন শিখর ধাওয়ান। জিম্বাবুয়ের হয়ে ৫৪ রানে ৫ উইকেট নেন বার্ড ইভান্স। টার্গেট তাড়া করতে নেমে ৩৬ রানে ২ ওপেনারের উইকেট হারানো জিম্বাবুয়েকে খেলায় ফেরান সাবেক অধিনায়ক সিকান্দার রাজা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথেই ছিল জিম্বাবুয়ে।
জয়ের জন্য শেষদিকে ১২ বলে প্রয়োজন ছিল মাত্র ১৭ রান। ৯৩ বলে ১১৪ রান করে অপরাজিত ছিলেন রাজা। জিম্বাবুয়ের হাতে ছিল মাত্র ২ উইকেট। কিন্তু ৪৯তম ওভারে মাত্র ২ রান খরচ করে জিম্বাবুয়ের তারকা ব্যাটসম্যান সিকান্দার রাজাকে আউট করেন শার্দুল ঠাকুর। ৯৫ বলে ৯টি চার আর ৩ ছক্কায় ১১৫ রান করে সিকান্দার রাজা আউট হওয়ার মধ্য দিয়ে জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় জিম্বাবুয়ের।
শেষ ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১৬ রান। হাতে ছিল মাত্র এক উইকেট। ভারতীয় তারকা পেসার আভিস খানের করা শেষ ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে নাচুই আউট হলে জয়ের উল্লাসে মাতে ভারত। শেষদিকে টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে স্নায়ু সামলে দুর্দান্ত বোলিং করে ১৩ রানের জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ভারত।
Post Views:
52