Home শিক্ষা নতুন আইনে বদলে যাবে শিক্ষার অনেক কিছুই

নতুন আইনে বদলে যাবে শিক্ষার অনেক কিছুই

দখিনের সময় ডেক্স ॥

দেশিয় শিক্ষা ব্যবস্থায় এখনও ‘স্বাভাবিক’ এমন অনেক বিষয় বাতিল করে সম্প্রতি ‘শিক্ষা আইন-২০২০’ এর খসড়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এই আইন বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থায় বড় রকমের রদবদল আসবে।

শিক্ষা আইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে; সেটি হলো নোট গাইড নিষিদ্ধকরণ। এছাড়াও এই আইনে কওমী শিক্ষায় সরকারি নিয়ন্ত্রণ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরিচ্যুত করতে শিক্ষা মন্ত্রণালয়কে ক্ষমতা দেওয়া হচ্ছে। একই আইনে শিক্ষকদের কোচিং-টিউশনিও বন্ধ করবে সরকার। এই আইনের খসড়া চূড়ান্ত করতে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সভায় সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আইনটি দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আরও একধাপ এগিয়ে নেবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষা আইন-২০২০ এর :বাকি অংশ ২য় পৃষ্ঠায় কলাম

খসড়া চূড়ান্ত হয়ে গেছে। এখন এটি মন্ত্রিপরিষদ সভা হয়ে আইন মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে এই আইন উত্থাপিত হবে জাতীয় সংসদে। পরে রাষ্ট্রপতি অনুমোদন দিলে এটি আইন হিসেবে কার্যকর হবে।
দেশিয় শিক্ষায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে এই আইনটির খসড়া লেখা হয়েছে। যে বিষয়গুলোকে শিক্ষার জন্য যথোপযুক্ত মনে হয়নি, সেগুলো পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। নতুন আইনে নোট গাইড নিষিদ্ধের পাশাপাশি শিক্ষকদের কোচিং না করানোর বিধানও রাখা হয়েছে। শিক্ষকরা যেমন কোচিং করাতে পারবে না, তেমনি শিক্ষার্থীরাও শ্রেণি কার্যক্রম চলার সময় কোনো কোচিংয়ে ভর্তি হতে পারবে না।

তবে কোচিং চালাতে পারবেন শিক্ষা পেশার বাইরের মানুষেরা। একইভাবে শিক্ষা সহায়ক বইও প্রকাশ করা যাবে। এই বিষয়গুলো খসড়া আইনের ১৬ ধারার ১, ২, ৩ ও ৪ উপধারা এবং ৩০ ধারার ১ উপধারায় আলোচনা করা হয়েছে। এসব ধারায় বলা হয়ছে, নোট বই বা গাইড বই মুদ্রণ, বাঁধাই, প্রকাশ বা বাজারজাত করা হলে অনূর্ধ্ব তিন বছর কারাদ- বা অনূর্ধ্ব পাঁচ লাখ টাকা অর্থদ- বা উভয়দ-ে দ-িত হবেন। সরকারের অনুমোদন সাপেক্ষে সহায়ক পুস্তক মুদ্রণ, বাঁধাই, প্রকাশ বা বাজারজাত করা যাবে।
টিউশন সম্পর্কে বলা হয়েছে, কোনো শিক্ষক নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট টিউশনের মাধ্যমে পাঠদান করতে পারবেন না। পড়াতে হলে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শনাক্ত করে অভিভাবকদের লিখিত সম্মতিতে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করা যাবে। এই আইনটি নিয়ে ২০১১ সাল থেকে কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে এই আইনে সরকার কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে মাদ্রাসাগুলোর নিয়ন্ত্রণে নেবে। সরকারের ক্ষমতা বাড়বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায়ও। আইনটি বাস্তবায়ন করা হলে এখন থেকে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরিচ্যুতও করতে পারবে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী বলেন, কোচিং, গাইড এসব বিষয় থেকে শিশুরা তেমন উপকৃত হচ্ছে না। এটা বরং শিক্ষার সহজাত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে, শিশু-কিশোরদের কল্পনাশক্তিকে আটকে দিচ্ছে একটা গ-ির ভেতর। এই আইনটির ভালো দিক হলো এই বিষয়গুলো বতিল করা। শিক্ষকরা কোচিংয়ে পড়ানোর জন্য ক্লাসে ঠিক মতো পড়ান না। লাভের জন্য নির্দিষ্ট প্রকাশনীর বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করেন। আইনটি শিক্ষার এই বেপরোয়া বাণিজ্যিকিকরণ আটকে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments