Home Uncategorized এমপি মমতাজের স্বামীর গাড়িতে হামলা, দাম্পত্য কলহের জের?

এমপি মমতাজের স্বামীর গাড়িতে হামলা, দাম্পত্য কলহের জের?

দখিনের সময় ডেস্ক:

মানিকগঞ্জ-২ আসনের (সিঙ্গাইর-হরিরামপুর) সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের স্বামী চিকিৎসক মঈন হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার (২৬ আগস্ট) ছয় যুবকের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত যুবকেরা হলেন, উপজেলার গাজিন্দা গ্রামের নয়ন মিয়া, একই গ্রামের মোসলেম উদ্দিন, মধ্যধল্লা গ্রামের মো. রুবেল, একই গ্রামের আশরাফ আলী, বাস্তা গ্রামের নাসির উদ্দিন, একই গ্রামের জসিম উদ্দিন। তারা স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে সিঙ্গাইর উপজেলার বিন্নাডাঙ্গী এলাকায় বেসরকারি একটি চক্ষু হাসপাতাল থেকে বের হয়ে মঈন হাসান ঢাকার উদ্দেশে রওনা হন। বিকেল সাড়ে ৫টার দিকে ক্লিনিক থেকে কিছুদূর যাওয়ার পর সিএনজিচালিত একটি অটোরিক্সা তার মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৫-২৮২৭) গতিরোধ করে ওই যুবকেরা। এ সময় লাঠিসোঠা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে হামলাকারীরা। এ সময় তিনিও মারাত্বকভাবে আহত হন। তার গাড়ি ভাঙচুর করা হয়।

হামলার কারণ সম্পর্কে জানতে চিকিৎসক মঈন হাসানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বেশ কিছুদিন ধরে সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে স্বামী মঈন হাসানের দাম্পত্যকলহ চলে আসছে। দাম্পত্যকলহের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে।

সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, ভূক্তভোগী ব্যক্তি (সংসদ সদস্যের স্বামী) থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

Recent Comments