Home শীর্ষ খবর বরিশালে সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বরিশালে সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দখিনের সময় ডেস্ক:

রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজের বিরুদ্ধে মামলা হয়েছে বরিশালে। সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকেও আসামি করা হয়েছে ওই মামলায়। প্রসঙ্গত, ১৩ আগস্ট নেত্র নিউজ একটি ভিডিও সংবাদ প্রচার করে।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুদ্দিন আহম্মেদ তারেক। বিচারক গোলাম ফারুক অভিযোগ আমলে নিয়ে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) তদন্তের নির্দশ দিয়েছেন।

এজাহারে প্রধান আসামি সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। তিনি রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে নেত্র নিউজ ওয়েব সাইট ও ফেসবুক পেইজে মানহানিকর ভিডিও প্রচার করে আসছেন। তার বক্তব্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ম ও মুক্তিযোদ্ধাদের অনুভূতিতে আঘাত হেনেছে। হাসিনুর রহমান পরিকল্পিতভাবে দেশের উন্নয়নের গতিধারা, শান্তি-শৃংখলা বিনষ্ট, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতির চেষ্টায় লিপ্ত। এর প্রতিকার চাওয়া হয় মামলায়। প্রসঙ্গত, হাসিনুর রহমান সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল ও র‍্যাব-৭ এর অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।

মামলা দায়েরের সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সরকারী কৌঁসুলি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, সাধারণ সম্পাদক অ্যাভোকেট রফিকুল ইসলাম খোকন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে?

সাধারণভাবে বলা হয়, আমলাতন্ত্রের মাধ্যমেই দেশ শাসিত হচ্ছে। কিন্তু চলমান ধারার ফলাফল এবং সুদূরপ্রসারী প্রভাব কী? জরুরি প্রশ্ন, সুশাসন কি প্রতিষ্ঠিত হয়েছে? স্বীকৃত বিষয়...

গুড় বেশি খেয়ে ফেলছেন? জেনে নিন কী হয়

দখিনের সময় ডেস্ক: গুড় দিয়ে তৈরির নানা পদের আয়োজন। পিঠা, পায়েস, সন্দেশ থাকে এই তালিকায়। গুড় স্বাস্থ্যকর খাবার হিসেবেই খাওয়া হয়। তবে কোনোকিছুই বেশি খাওয়া...

ঝগড়ার সময় যে কথাগুলো বলবেন না

দখিনের সময় ডেস্ক: রেগে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এমন সব শব্দ ব্যবহার করি যেগুলো আসলে সম্পর্ক আরও খারাপের দিকে নিয়ে যায়। আবার ঝগড়ার সময় একটু...

আবেগ কমাতে চান?

দখিনের সময় ডেস্ক: আবেগ নিয়ন্ত্রণে রাখা মুশকিল। তবে এই গুণ থাকার অনেক সুবিধা রয়েছে। আপনার কমনীয়তা এবং আত্ম-নিয়ন্ত্রণের কারণে অন্যের কাছে প্রশংসিত হবেন। কঠিন সময়ে...

Recent Comments