Home Uncategorized ভোলার কুঞ্জেরহাটে অগ্নিকান্ডে ৭০ লাখ টাকার মালামালসহ দোকান পুড়ে ছাঁই

ভোলার কুঞ্জেরহাটে অগ্নিকান্ডে ৭০ লাখ টাকার মালামালসহ দোকান পুড়ে ছাঁই

বিশেষ প্রতিনিধি:

আজ বুধবার (৩১ আগস্ট) ভোর ৫ টার দিকে ভোলার বোরহানউদ্দিন কুঞ্জেরহাট বাজার পশ্চিম সাহা রোডের টলঘর সংলগ্ন মনিরের পাইকারি মুদি দোকানে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্ৰণে আনতে সক্ষম হলেও অগ্নিকান্ডে মনিরের দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে এখনো ভেসে বেড়াচ্ছে পোড়া গন্ধ। ফজরের নামাজের পরপরই ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দিশেহারা ও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন কুঞ্জের হাট বাজারের ব্যবসায়ী ও আশেপাশের সকলে।
এসময় সাহায্যের জন্য ছুটে আসেন বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন, রাজনৈতিক নেতৃবন্দ, ইউপি চেয়ারম্যান,স্থানীয় সাংবাদিকগন সহ
অসংখ্য মানুষ।

অগ্নিকাণ্ডের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রব কাজী বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং বাজার ব্যবসায়ী স্থানীয় লোকজন সহ আমরা আগুন নেভাতে সক্ষম হই। তিনি বলেন, আল্লাহর অশেষ রহমত ও সবার সহযোগিতা থাকায় আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে, অন্যথায় আগুন ভয়াবহ রূপ ধারণ করে বাজারের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারতো।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস সুত্র জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকেই অগ্নিকান্ডের সুত্রপাত।

এ বিষয়ে সর্বশান্ত মনির বলেন, দোকানের নীচতলা ও দোতালার গুদামঘরে প্রায় ৭০ লাখ টাকার মুদি মালামাল ছিল। পাইকারি দোকান হওয়া মুদির সকল নিত্যপণ্য মজুত থাকতো। তিনি কান্নাজড়িত কন্ঠে আরো বলেন, আমার দোকানের সবকিছু নিমিষে পুড়ে ছাঁই হয়ে গেছে। আমি এখন সর্বশ্বান্ত ও নিঃস্বপ্রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments