Home খেলাধূলা শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে মিরাজ-সাব্বির!

শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে মিরাজ-সাব্বির!

দখিনের সময় ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এশিয়া কাপে টিকে থাকার ঝুঁকিতে বাংলাদেশ। সুপার ফোরে খেলতে হলে আজ শ্রীলংকার বিপক্ষে জিততেই হবে টাইগারদের।

যে কারণে একাদশে বড় পরিবর্তনের আভাস দিলেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

বুধবার ক্রিকেটারদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের আলোচনা শেষে জালাল ইউনুস বলেন, ‘শারজা ও দুবাইয়ের উইকেট ভিন্ন। দুবাই ম্যাচের জন্য ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। টিম মিটিংয়ে ম্যাচের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। নিজেদের করণীয় সম্পর্কে সবাই ভালোভাবে জেনেছে।’

আফগানদের বিপক্ষে ৭ উইকেটে পরাজয়ে ব্যাটিং ব্যর্থতাই সবচেয়ে বড় করে দেখা হচ্ছে। মোসাদ্দেক হোসেনের হার না মানা ৪৮ রান ছাড়া উল্লেখযোগ্য কিছুই করে দেখাতে পারেনি বাংলাদেশি ব্যাটারদের কেউ।

বাংলাদেশ দলের টপ ও মিডলঅর্ডারের ৬ জনকেই আউট করেছেন আফগানিস্তানের দুই স্পিনার মুজিব ও রশিদ খান। আজকের ম্যাচে বাংলাদেশ দলের ভয় দুই লংকান স্পিনার থিকসেনা ও হাসারাঙ্গাকে নিয়ে।

যে কারণে টপঅর্ডার থেকে একজন বাঁহাতি ব্যাটার কমিয়ে আনার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানা গেছে, সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন মোহাম্মদ নাঈম।

প্রথম ম্যাচে মাত্র ৫ রানে আউট হওয়া এনামুল হক বিজয়ে সন্তুষ্ট নয় টিম ম্যানেজমেন্ট। এ ম্যাচে তাকেও বসিয়ে রাখার আভাস মিলেছে।

তা হলে এ দুজন বাদ পড়লে আজ শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ে নামবেন কে কে? সাকিব-মুশফিক!

বিসিবি সূত্র বলছে, মোহাম্মদ নাঈমের বদলে আজ ওপেনিংয়ে নামানো হতে পারে সাব্বির রহমানকে। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে দুটি প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে খেলানো মেহেদী হাসান মিরাজকে।

এ দুজনকে দিয়ে ওপেনিংয়ে ভালো শুরু করতে চাইছে বাংলাদেশ। হার্ডহিটার সাব্বিরকে দিয়ে পাওয়ার প্লে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বুধবার এমনটিই জানান বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সুজন বলেছেন, ‘আমরা যদি শুরুতে খুব বেশি উইকেট না হারিয়ে ভালো করতে পারি, তা হলে আদর্শ হবে। প্রথম ৬ ওভার খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পাওয়ার প্লে কাজে লাগাতে হবে। আমরা যদি ব্যাটিং-বোলিংয়ে প্রথম পাওয়ার প্লে জিততে পারি, তা হলে হয়তো আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারব।’

পরিসংখ্যানে এগিয়ে শ্রীলংকা। দলটির বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। তাতে বাংলাদেশের জয় ৪টি আর শ্রীলংকার ৮টিতে। সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় হেরেছিল ৫ উইকেটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নেতৃত্বে মৃদুল ও লিমন

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবস্থিত কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ, ২০২৪) সাবেক...

সি আর সি বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাকিব রায়হান বাপ্পি,  বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সি আর সি ফাউন্ডেশন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার...

মাইগ্রেন দূর করার জন্য যেসব খাবার খাবেন

দখিনের সময় ডেস্ক: মাইগ্রেন সহ্য করা কঠিন। এই সমস্যা শীতের সময়ে আরও তীব্র হয়। মাইগ্রেন হলে আলো ও শব্দ সহ্য হয় না, এমনকী বেশি দেখা...

কোমর ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: বাসা কিংবা অফিসে হঠাৎ হঠাৎ কোমরে ব্যথায় কাতর হন অনেকে। বর্তমানে এই সমস্যা অনেক বেড়ে চলেছে। এর বড় কারণ হলো, এখনকার বেশিরভাগ...

Recent Comments