Home শীর্ষ খবর কেএসআরএমের জাহাজে রাশেদের মৃত্যু মানসিক নির্যাতনে

কেএসআরএমের জাহাজে রাশেদের মৃত্যু মানসিক নির্যাতনে

দখিনের সময় ডেস্ক:

জাহাজে অতিরিক্ত কর্মঘণ্টা এবং মানসিক নির্যাতনেই ডেক ক্যাডেট আবু রাশেদের মৃত্যু হয়েছে; এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে নৌ বাণিজ্য দপ্তরের গঠিত তদন্ত কমিটি। কর্তৃপক্ষ অসুস্থতাজনিত কারণে মৃত্যু দাবি করলেও বন্ধু-সহকর্মীরা শুরু থেকেই অতিরিক্ত ডিউটি এবং মানসিক নির্যাতনের অভিযোগ করে আসছিলেন।

কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এমভি জাহান মনি জাহাজে দায়িত্ব পালনকালে গত ৩১ মে মৃত্যু হয় আবু রাশেদের। মেরিন ফিশারিজ একাডেমি থেকে পাস করা রাশেদ যশোর জেলার মনিরামপুরের বাসিন্দা।

কর্তৃপক্ষের অসুস্থতার দাবির বিষয়টিও খতিয়ে দেখছে তদন্ত কমিটি। সুস্থতার সনদ নিয়ে জাহাজে ওঠার ২ মাসের মাথায় ২২ বছরের যুবক রাশেদ কীভাবে মারা গেল সেটিই খুঁজে বের করা হবে। কমিটি জাহাজের ব্যবস্থাপনায় সমস্যা, চিফ অফিসার ও ক্যাপ্টেনের গাফিলতিও পেয়েছে। তাই চিফ অফিসার ও ক্যাপ্টেন যাতে কোনো জাহাজে উঠতে না পারেন (সাইন অন-সমুদ্রগামী জাহাজে ওঠার আগে শিপিং অফিসের অনুমতি) সে বিষয়ে শিপিং মাস্টারকে চিঠি দেওয়া হয়েছে। তবে তদন্তের বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি কমিটির সদস্যরা।

জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি কেএসআরএম গ্রুপের ব্রেভ রয়েল শিপ ম্যানেজমেন্টের (এসআর শিপিং) এমভি জাহান মনি জাহাজে সাইন অন করে ২৯ মার্চ জাহাজে ওঠেন। ৩১ মে জাহাজের ডেকে অজ্ঞান হয়ে পড়লে ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পোস্ট মর্টেম রিপোর্টে রাশেদের ফুসফুসে সংক্রমণের কথা উল্লেখ আছে। কিন্তু জাহাজে ওঠার আগে মেডিক্যাল চেকআপে ফিট দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments