Home রাজনীতি খালেদা জিয়া এবং সুনীলের কবিতা ‘…এখনো সে যে-কোনো নারী’

খালেদা জিয়া এবং সুনীলের কবিতা ‘…এখনো সে যে-কোনো নারী’

আলম রায়হান:

কিভাবে দিন কাটছে এক সময়ের ব্যস্ত রাজনীদিতক এবং প্রধানমন্ত্রীর? সূত্রমতে, এখন তাকে গৃহকর্মী ফাতেমার সাহায্য নিয়ে দাঁড়াতে হয়। চিকিৎসকরা তো কেউ তার সঙ্গে থাকেন না। ফলে ফাতেমা ও পরিবারের সদস্যদের দেখভালের মধ্য দিয়ে জীবন পার করছেন তিনি। বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থা বুঝাতে সুনীল গঙ্গোপাধ্যয়ের কবিতার চরণ স্মণ করা যায় বলা “…এখনো সে যে-কোনো নারী।”

গত প্রায় তিন বছর ধরে কারাগার এবং শর্তসাপেক্ষে বাইরের জীবনে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে আছেন বেগম খালেদা জিয়া। গত দুই মাসে বিএনপির কোনো নেতা তাঁর সঙ্গে দেখা করতে পারেননি। বিএনপি নেতাদের দাবী, এখন তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বিএনপি। ফলে খালেদা জিয়ার সঙ্গে নেতাদের সাক্ষাৎ না হলেও রাজনৈতিক কোনো সিদ্ধান্ত থেমে থাকছে না।

দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সময় কারাভোগের পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তির পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেপ্টেম্বরে মেয়াদ বাড়ানো হয় আরও ছয় মাস। মুক্তির পর থেকে গত ১১ মাস ধরে গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ আছেন তিনি। গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালৈদা জিয়া।

ফলে অসুস্থ সাবেক এই প্রধানমন্ত্রী দেশে অবস্থানরত আত্মীয়-স্বজন আর লন্ডনে বসবাসরত ছেলে, ছেলের স্ত্রী ও নাতনিদের সঙ্গে কথা বলে সময় পার করছেন। এমনটাই জানিয়েছে তার ঘনিষ্ঠ সুত্রগুলো। সবমিলিয়ে তার সময় কাটছে এখর সাধারণ এক নারীর মতো। তার বেশি সময় কাটে ছেলে, ছেলের বউ ও নাতনিদের সঙ্গে কথা বলে।

সূত্র আরও জানায়, প্রতিদিন নিয়ম করে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসেন পরিবারের সদস্যরা। এর মধ্যে বোন সেলিমা ইসলাম এবং ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা নিয়মিত দেখা করেন। তারা খাবার রান্না করে আনেন। সাধারণত তারা আসেন দুপুরের পর। ভাই শামীম এস্কান্দার, ভাতিজা শাফিন এস্কান্দার, তার স্ত্রী অরনী এস্কান্দার, ভাতিজা অভিক এস্কান্দার, তারেক রহমানের শাশুড়ি ও তার স্ত্রীর বড় বোনও স্বল্পবিরতিতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে আসেন। এছাড়া ব্যক্তিগত চিকিৎসা বোর্ডের সদস্যরা নিয়মিত তাকে দেখাশোনা করেন। তার চিকিৎসা চলে বড় ছেলের স্ত্রীর (জোবাইদা রহমান) তত্ত্বাবধানে।

খালেদা জিয়ার পাশে সারাদিনের জন্য আছেন গৃহকর্মী ফাতেমা। তিনি সাবেক এ প্রধানমন্ত্রীকে গোসল করা থেকে শুরু করে সব কাজে সহায়তা করেন। পরিবারের সদস্যদের মধ্যে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম এবং তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা বেশি দেখা করতে যান। এছাড়া ভাই, ভাতিজা ও ভাগ্নেসহ পরিবারের আরও অনেক সদস্য দেখা করেন খালেদা জিয়ার সঙ্গে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষীসাব্যস্ত হওয়ায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন খালেদা জিয়া। গত বছর ২৫ মার্চ ৭৬ বছর বয়সী খালেদা জিয়াকে ২৫ মাস কারাভোগের পর শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য দণ্ড স্থগিত করে মুক্তি দেয় সরকার। এরপর দ্বিতীয় দফায় ফের ছয় মাস সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। সেই মেয়াদ আগামী ২৫ মার্চ শেষ হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments