Home শীর্ষ খবর পঙ্কজ দেবনাথের দেড় হাজার কোটি টাকার সম্পদ,  অনুসন্ধান করছে  দুদক

পঙ্কজ দেবনাথের দেড় হাজার কোটি টাকার সম্পদ,  অনুসন্ধান করছে  দুদক

দখিনের সময় ডেস্ক:

পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে ১ হাজার ৫০০ কোটি সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে রয়েছে তার ঢাকায় ১০ তলা বাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট ও পরিবহন ব্যবসা। অন্যদিকে কানাডার বেগম পাড়ায় বাড়ি ও পার্শ্ববর্তী দেশ ভারতেও তার বিশাল বিনিয়োগের কথা জানা যায়।

একইভাব পঙ্কজ দেবনাথের নির্বাচনী হলফনামা থেকে জানা যায়, গত দশ বছরে তার সম্পত্তি বেড়েছে অন্তত কয়েকশ গুণ। আওয়ামী লীগ টানা তৃতীয়বারে মতো ক্ষমতায় এলে নিজ দলের ভেতরে ‘শুদ্ধি অভিযান’ শুরু করে। ২০১৯ সালের সেই অভিযানে অনেকের মতো প্রকাশ্যে আসে বরিশাল-৪ আসনের সাংসদ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির তথ্য।

সেসময় তার বিরুদ্ধে ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকা, নিয়োগ বাণিজ্য, জমিদখলসহ অবৈধ উপায়ে বিপুল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন-দুদক। পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালে তার যাবতীয় ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিআইএফইউ) মহাব্যবস্থাপক বরাবর চিঠি পাঠায় সংস্থাটি। তার সঙ্গে আরও বেশ কয়েকজন সাংসদ ও শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাবের তথ্য চায় দুর্নীতিবিরোধী সংস্থাটি।

এই ঘটনায় ২০১৯ সালের ২৪ অক্টোবর পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পঙ্কজ দেবনাথের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। দুদক পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত সেই চিঠিতে পঙ্কজ দেবনাথের অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা বলে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার অনুরোধ করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের এই সাবেক সাধারণ সম্পাদকের দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়ে সেসময় গণমাধ্যমকে ব্যাখ্যা দিয়ে দুদকের সাবেক সচিব দিলওয়ার বখত বলেছিলেন, এই সংসদ সদস্যের জ্ঞাত আয় বহির্ভূত উপায়ে সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের বিষয়ে দুদকের অনুসন্ধানে ‘প্রাথমিক প্রমাণ’ পাওয়া গেছে।

তবে এতো কিছুর পরও এই সাংসদের বিষয়ে দুদকের তদন্ত অনেকটা ঝিমিয়ে পড়েছে। দেশত্যাগের নিষেধাজ্ঞা জানানোর মধ্যে আটকে ছিলো সংস্থাটির কার্যক্রম। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের এই সাবেক সাধারণ সম্পাদকের বিষয়ে ২০১৮ সালে একটি মামলা তদন্তাধীন থাকলেও এখনো সেটির নিষ্পত্তিও হয়নি।

জানা যায়, পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে উঠা অভিযোগগুলো তদন্ত করছেন দুদক পচিালক সৈয়দ ইকবাল হোসেন। দুদক কর্মকর্তাকে ফোন করলে তিনি এই বিষয়ে কোনো কথা বলতেই রাজি হননি। তবে এসব বিষয়ে এখনো অনুসন্ধান ও তদন্ত কাজ চলছে বলে জানান। এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি এই কর্মকর্তা।

পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে তদন্তের সময় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ইকবাল মাহমুদ। তার সময়েই এই এমপির বিরুদ্ধে অনুসন্ধানে সময়ক্ষেপণ হয়েছে আড়াই বছর। এই বিষয়ে দুদকের সদ্য সাবেক চেয়ারম্যানকে ফোন করলে তিনি বলেন, ‘আমি তো এখন দুদকে নেই। তাই এসব অনুসন্ধান কি অবস্থায় আছে আমি বলতে পারবো না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments