Home নির্বাচিত খবর পঙ্কজ দেবনাথের যত অপকীর্তি

পঙ্কজ দেবনাথের যত অপকীর্তি

দখিনের সময় ডেস্ক:

দলীয় সূত্রে জানা গেছে, বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুটি পক্ষের দ্বন্দ্ব চলছে। এ নিয়ে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এর জেরে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ৯ কর্মী খুন হন। দুই পক্ষের মধ্যে একপক্ষে আছেন এমপি পঙ্কজ দেবনাথ এবং অপরপক্ষে আছেন জেলা আওয়ামী লীগ সমর্থনপুষ্ট দুই উপজেলার নেতারা।

সূত্র জানায়, সবশেষ গত ২৮ আগস্ট মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিবাদমান একটি পক্ষ আরেক পক্ষকে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের ছয়জন নেতাকর্মীকে কুপিয়ে আহত করা হয়। আহত নেতাকর্মীদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছিল। আহত নেতাকর্মীরা এমপি পঙ্কজ বিরোধী এবং ঘটনার অভিযুক্তরা পঙ্কজের অনুসারী।

এর আগে গত জুলাই মাসে এমপি পঙ্কজের মোবাইল ফোনের একটি কল রেকর্ড ভাইরাল হয়। সেখানে এমপি পঙ্কজ মেহেন্দিগঞ্জ থানার এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দিতে শোনা যায়, ‘আমার কর্মীদের বলে দিয়েছি রামদা নিয়ে রেডি থাকতে। সামনে যাকে পাওয়া যাবে, তাকেই কোপানো হবে। মেয়রকে পেলেও কোপানো হবে।’

নিজ আসনে অভিযোগ

১৪ অক্টোবর ২০১৯ সালে এই সাংসদের নানা দুর্নীতির ও অপকর্মের অভিযোগ এনে বরিশালের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন তার নিজ দলের কাজিরহাট আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চন্দ্র। সঞ্জয় ওই সংবাদ সম্মেলনে নিয়োগবাণিজ্য, টেন্ডারবাজি, জমি দখলসহ এই সাংসদের বিরুদ্ধ ১৬টি অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন সঞ্জয় চন্দ্র।

পঙ্কজ দেবনাথের নির্বাচনী এলাকা মেহেন্দীগঞ্জ উপজেলার ৯টি কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮ জন সহকারী শিক্ষক নিয়োগ দেন। এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে সঞ্জয় চন্দ্র নিজ এলাকার সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বিদ্যানন্দপুর ইউপির চেয়ারম্যান আবদুল জলিলসহ ৪১ জনকে আসামি করে ২০১৭ সালের ৫ মার্চ দুর্নীতি দমন আইনে একটি মামলা করেন। ২০১৮ সালে দুদক মামলাটি তদন্ত শুরু করে।

সংবাদ সম্মেলনে সঞ্জয় সেসময় সাংবাদিকদের বলেন, ‘তার (পঙ্কজ দেবনাথ) বিরুদ্ধে মামলা করায় তিনি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার দুটি পা, একটি হাত হাতুড়ি দিয়ে পিটিয়ে পঙ্গু করে দেন। আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেন। যেই মামলার আমাকে ১৮ দিন কারাবন্দি থাকতে হয়।’

ভুয়া এই নিয়োগবাণিজ্য তদন্ত করেন বরিশালের দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় বরিশালের সহকারী পরিচালক হাফিজুর রহমান। ২০১৯ সালের মার্চে তিনি চারজনকে অভিযুক্ত করে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠান। তবে ওই তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট হতে না পেরে পুনরায় এই অভিযোগের তদন্ত করতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।

এই মামলাটির তদন্তের বিষয়ে জানতে এই দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমানকে ফোন করলে তিনি এই বিষয়ে কিছু বলতে রাজি হননি। তবে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি সূত্র ঢাকাটাইমসকে জানায়, শুরু হওয়ার পরই হঠাৎ এর তদন্ত কাজ বন্ধ হয়ে যায়।

দুদকে করা এই সাংসদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও অনুসন্ধানে থেকে জানা যায়, গোবিন্দপুর ইউনিয়নের চরে দেড় হাজার একর জমি থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। একইভাবে আলিমাবাদ ইউনিয়নের শ্রীপুরের গাগড়িয়ার চরে নিজের চাচাতো ভাই রাম কৃষ্ণ দেবনাথকে ব্যবহার করে কয়েক হাজার একর খাস জমির ভুয়া কাগজপত্র তৈরি করেছেন।

নিজের ক্ষমতা ও দলীয় প্রভাব কাজে লাগিয়ে স্থানীয় বালুমহালের দখলও নিয়েছেন তিনি। এই কাজে তিনি ব্যবহার করেছেন তার ভাই মনোজ কুমার দেবনাথ ও চাচাতো ভাই রিপন দেবনাথকে। বালুমহাল দখল করে এর থেকে বছরে আয় করেছেন শত শত কোটি টাকা।

বেশ কয়েক বছর আগে পঙ্কজ দেবনাথের নানান অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সাগর। তিনি বলেন, আমাদের প্রিয় দল আওয়ামী লীগের জনপ্রিয়তা আমার নিজের এলাকাতেই এখন তলানীতে। পঙ্কজ দেবনাথের অন্যায় ও অত্যাচারের অতিষ্ঠ এই আসনের মানুষ। তার অপকর্মে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে দলীয় নেতাকর্মীদেরও।

পরিবহন চাঁদাবাজি ও রুট দখল

আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০০৯ সালে পঙ্কজ দেবনাথ ‘বিহঙ্গ’ পরিবহন নামে গাড়ি নামিয়ে পরিবহন ব্যবসা শুরু করেন। সরকারি ক্ষমতা ব্যবহার করে প্রথম একটি রুটের রুটের নিয়ন্ত্রণ নেন সরকারদলীয় এ সংসদ সদস্য। এরপর গত দশ বছরে আরও পাঁচটি রুটের নিয়ন্ত্রণ নিয়েছেন তিনি।

বিহঙ্গ পরিবহন যেই সড়ক দিয়ে চলাচল করে সেই সড়কের এক পরিবহন ব্যবসায়ী বলেন, এই সড়কটি এখন এই সংসদ সদস্যের পৈত্রিক সম্পত্তি হয়ে গেছে। এই রুটে তার পরিবহনের নাম ব্যবহার করে গাড়ি চালাতে গেলে তার লোকদেরকে দিতে হয় মোটা অংকের মাসোয়ারা। এছাড়া গাড়ি চালানো যায় না।

পরিবহন ব্যবসায়ীদের একটি সূত্র ঢাকাটাইমসকে জানায়, এমপি পঙ্কজ নিয়ন্ত্রিত এসব রুটে অন্তত তার কোম্পানির তিন শতাধিক গাড়ি চলাচল করে। আর এসব রুটে গাড়ি চালাতে অন্যদের গুণতে হয় মোটা অঙ্কের চাঁদা।

নিজের এলাকায় হত্যা, চোরাচালান, দলীয় বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নৈরাজ্যসহ নানা অপকর্ম করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তারা। একই সঙ্গে বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পর্ক করে ক্যাডার বাহিনী দিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরিরও অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ বিভিন্ন সময়ে অস্বীকার করেন তিনি।

যে কারণে স্বেচ্ছাসেবক লীগ থেকে পদচ্যুত

পঙ্কজের উত্থান নব্বইয়ের দশকে ছাত্র রাজনীতির মাধ্যমে। তখনই রাজনীতিতে সক্রিয়তা বাড়ে তার, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পরে আওয়ামী লীগের সহযোগী স্বেচ্ছাসেবক লীগে যুক্ত হন। ২০০৩ সালে প্রথম সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান। আর তার সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দাযিত্ব পান আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলন হয় ২০১২ সালে। ওই সম্মেলনে পঙ্কজ দেবনাথ ধরে রাখেন সাধারণ সম্পাদকের পদ। তবে ওই সম্মেলনে সভাপতি হন মোল্লা মোহাম্মদ কাউছার।

২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. কাউসারের সঙ্গে সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকেও অপসারণ করা হয়। সেইসঙ্গে সেচ্ছাসেবক লীগের সম্মেলনের সব কার্যক্রম থেকেও তাকে বিরত থাকতে বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

ওই ঘটনার পরই বরিশালের মেহেন্দীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পঙ্কজ অভিযোগ করে বলেন, ‘নিজ দলের ষড়যন্ত্রের শিকার আমি। আর এই ষড়যন্ত্রের সঙ্গে আছেন জেলা আওয়ামী লীগের শীর্ষ ও কেন্দ্রীয় কয়েকজন নেতা।’ তার ভাবমূর্তি নষ্ট করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছেন বলে দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments