Home শীর্ষ খবর বারবার সীমা লঙ্ঘনের ঔদ্ধত্য মিয়ানমারের

বারবার সীমা লঙ্ঘনের ঔদ্ধত্য মিয়ানমারের

দখিনের সময় ডেস্ক:

মিয়ানমার বারবার  সীমা লঙ্ঘন করছে। দেশটি সীমান্ত লঙ্ঘন না করার প্রতিশ্রুতি দিয়েও তা মানছে না। বরং বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে প্রতিদিনই আকাশে উড়ছে মিয়ানমারের হেলিকপ্টার।  ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তিন দফা তলব করে প্রতিবাদ জানানো হলেও থামেনি তাদের আগ্রাসী তৎপরতা।

মিয়ানমারের বাংকার থেকে ছোড়া গোলার বিকট শব্দে কাঁপছে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ির তুমব্রু, বাইশাফাঁড়ি, রেজু গর্জনবনিয়া, আমতলিসহ পুরো সীমান্ত এলাকা। মাঝে মাঝেই মিয়ানমার থেকে ছোড়া গোলা, মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের অভ্যন্তরে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ‘নো ম্যান্স ল্যান্ডে’ আশ্রয় নেওয়া সাড়ে চার হাজার রোহিঙ্গাসহ স্থানীয় বাসিন্দারা।

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল এসে তুমব্রু সীমান্তের বিপরীতে শূন্যরেখায় পড়ে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। এতে এক শিশুসহ পাঁচ রোহিঙ্গা আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা ঢলেরও আশঙ্কা বাড়ছে।

মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া গোলা বারবার বাংলাদেশে এসে পড়ায় এবং একজনের মৃত্যুর ঘটনায় আবারও দেশটির ঢাকাস্থ রাষ্ট্রদূতকে তলবের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার ‘উইং’ তাকে তলব করেছে। এ ছাড়া আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমারের প্রতিশ্রুতি ভঙ্গ ও সীমান্ত লঙ্ঘনের বিষয়টি আলোচনায় তুলবে বাংলাদেশ।

সূত্র জানায়, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকা। ২০১৭ সালের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেবে না বাংলাদেশ, এমন স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। নেপিদোর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঢাকার উদ্বেগের বিষয়টি জোরালোভাবে জানানো হয়েছে। ঢাকায় বিদেশি মিশনগুলোকেও জানানো হয়েছে যে, একজন রোহিঙ্গাকেও আর বাংলাদেশ নেবে না। বরং যত দ্রুত সম্ভব বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নজর ঢাকার, সে বার্তাও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে বাংলাদেশকে কূটনৈতিকভাবে এগোতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments