Home শীর্ষ খবর একেরপর এক সীমা লংঘন করছে  মিয়ানমার

একেরপর এক সীমা লংঘন করছে  মিয়ানমার

দখিনের সময় ডেস্ক:

প্রতিবেশী ভারত ছাড়া কেবল মিয়ানমারের সঙ্গে স্থলসীমান্ত  রয়েছে বাংলাদেশের। এ সীমান্তে একেরপর এক সীমা লংঘন করেই চলছে  মিয়ানমার। সেই সীমান্তে থেমে থেমে নানা উত্তেজনা বহু বছর ধরে চলে আসছে। ২০০৭ সালে সেন্টমার্টিনে ঢুকে পড়েছিল মিয়ানমারের দুটি যুদ্ধজাহাজ।

২০১১ সালে বাংলাদেশ সীমান্তে ঢুকে অস্ত্রসহ বিজিবি সদস্যকে অপহরণ করে তারা। বান্দরবানের থানচিতে মর্টার শেল ও গুলি পড়ে ২০১২, ২০১৬ ও ২০১৭ সালে। ২০১৪ সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি সদস্যকে হত্যা করে লাশ নিয়ে যাওয়ার দুঃসাহস দেখায় মিয়ানমার। ২০১৯ ও ২০২০ সালে সেন্টমার্টিনকে নিজেদের অংশ দেখায় দেশটি।

এ ছাড়া ২০১৭ সালের পর থেকে ১৯ বারেরও বেশি মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। আর গত এক মাসে বেশ কয়েকবার মিয়ানমারের ছোডা মর্টার শেল ও গোলাবারুদ পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে। সর্বশেষ শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ৫টি মর্টার শেল পড়ে।

গত ৯ সেপ্টেম্বর বিকালে মিয়ানমার থেকে ছোড়া আরও একটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে পড়ে। সেটি ছিল তৃতীয় দফায় আসা গোলা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডেও তুমব্রু ঘোনারপাড়া নামক এলাকায় এটি পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত ২৮ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নিক্ষিপ্ত দুটি মর্টার শেলের গোলা একই ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদ এলাকায় পড়ে।

সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় যুদ্ধবিমান থেকে ফায়ার করা দুটি গোলা ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১ এর মাঝামাঝি এলাকায় পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

Recent Comments