Home প্রযুক্তি অ্যাপলের নতুন আইওএসে এবার ‘মেইলজ্যাক’ ত্রুটি

অ্যাপলের নতুন আইওএসে এবার ‘মেইলজ্যাক’ ত্রুটি

দখিনের সময় ডেস্ক:

‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম আনার পর সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না অ্যাপলের। ১২ সেপ্টেম্বর নতুন অপারেটিং সিস্টেম আনার পরপরই আইফোনের ব্যাটারি বেশি খরচ হওয়ার পাশাপাশি ক্যামেরা কাঁপা, কপি-পেস্টের সমস্যা ও পর্দা কালো হওয়ার অভিযোগ ওঠে। সমস্যার সমাধান করতে বাজারে আনার মাত্র দুই সপ্তাহের মধ্যেই আইওএস ১৬-এর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। কিন্তু আবারও আইওএস ১৬–তে কারিগরি ত্রুটির সন্ধান মিলেছে।

আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে ‘মেইলজ্যাক’ নামের এ ত্রুটি শনাক্ত করেছে ইকুইনাক্স। নিজেদের তৈরি ভিপিএন ট্র্যাকারের মাধ্যমে এ ত্রুটির সন্ধান পেয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। তাদের দাবি, এ ত্রুটি কাজে লাগিয়ে অপরিচিত ঠিকানা থেকে আকারে বড় ই–মেইল পাঠিয়ে সহজেই আইফোন ও আইপ্যাডের ই–মেইল অ্যাপ অকার্যকর করা যায়। ফলে আইফোন বা আইপ্যাড থেকে ই–মেইল অ্যাপ ব্যবহার করতে পারেন না ব্যবহারকারীরা। আকারে বড় ই–মেইলগুলোতে বিশেষ ধরনের কোডযুক্ত বার্তা ব্যবহার করায় এ সমস্যা হয়। নতুন আইওএসে চাইলেই মুছে ফেলা যায় না ই–মেইলগুলো। ফলে যেকোনো মুহূর্তে সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা।

ইকুইনাক্সের তথ্যমতে, আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে না মিললেও আগের সংস্করণগুলোতে চলা আইফোন ও আইপ্যাড থেকে সন্দেহজনক ই–মেইলগুলো সহজেই মুছে ফেলা যায়। কারণ, নতুন অপারেটিং সিস্টেমে ই–মেইল অ্যাপও হালনাগাদ করেছে অ্যাপল। আর হালনাগাদ করার পরই এ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।

আইওএস ১৬–তে এ সমস্যা দূর না হওয়া পর্যন্ত পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাড ব্যবহার করে সন্দেহজনক ই–মেইলগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছে ইকুইনাক্স।
সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

সন্তানের অত্যাচারে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা

দখিনের সময় ডেস্ক: সৈয়দ আলী আকনে (১০৪) নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন। সৈয়দ আলী পিরোজপুরের ইন্দুরকানী...

গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

দখিনের সময় ডেস্ক: নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন আয়োজন করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। সবার সহযোগিতা...

বিশাল নিয়োগ আসছে, ক্যাডার ১২ হাজার ৭১০ এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯

দখিনের সময় ডেস্ক: পাঁচটি বিসিএসের মাধ্যমে মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। এর মধ্যে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে পাঁচ...

Recent Comments