Home প্রযুক্তি অ্যাপলের নতুন আইওএসে এবার ‘মেইলজ্যাক’ ত্রুটি

অ্যাপলের নতুন আইওএসে এবার ‘মেইলজ্যাক’ ত্রুটি

দখিনের সময় ডেস্ক:

‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম আনার পর সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না অ্যাপলের। ১২ সেপ্টেম্বর নতুন অপারেটিং সিস্টেম আনার পরপরই আইফোনের ব্যাটারি বেশি খরচ হওয়ার পাশাপাশি ক্যামেরা কাঁপা, কপি-পেস্টের সমস্যা ও পর্দা কালো হওয়ার অভিযোগ ওঠে। সমস্যার সমাধান করতে বাজারে আনার মাত্র দুই সপ্তাহের মধ্যেই আইওএস ১৬-এর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। কিন্তু আবারও আইওএস ১৬–তে কারিগরি ত্রুটির সন্ধান মিলেছে।

আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে ‘মেইলজ্যাক’ নামের এ ত্রুটি শনাক্ত করেছে ইকুইনাক্স। নিজেদের তৈরি ভিপিএন ট্র্যাকারের মাধ্যমে এ ত্রুটির সন্ধান পেয়েছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটি। তাদের দাবি, এ ত্রুটি কাজে লাগিয়ে অপরিচিত ঠিকানা থেকে আকারে বড় ই–মেইল পাঠিয়ে সহজেই আইফোন ও আইপ্যাডের ই–মেইল অ্যাপ অকার্যকর করা যায়। ফলে আইফোন বা আইপ্যাড থেকে ই–মেইল অ্যাপ ব্যবহার করতে পারেন না ব্যবহারকারীরা। আকারে বড় ই–মেইলগুলোতে বিশেষ ধরনের কোডযুক্ত বার্তা ব্যবহার করায় এ সমস্যা হয়। নতুন আইওএসে চাইলেই মুছে ফেলা যায় না ই–মেইলগুলো। ফলে যেকোনো মুহূর্তে সাইবার হামলার কবলে পড়তে পারেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা।

ইকুইনাক্সের তথ্যমতে, আইওএস ১৬ অপারেটিং সিস্টেমে না মিললেও আগের সংস্করণগুলোতে চলা আইফোন ও আইপ্যাড থেকে সন্দেহজনক ই–মেইলগুলো সহজেই মুছে ফেলা যায়। কারণ, নতুন অপারেটিং সিস্টেমে ই–মেইল অ্যাপও হালনাগাদ করেছে অ্যাপল। আর হালনাগাদ করার পরই এ কারিগরি ত্রুটি দেখা দিয়েছে।

আইওএস ১৬–তে এ সমস্যা দূর না হওয়া পর্যন্ত পুরোনো অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও আইপ্যাড ব্যবহার করে সন্দেহজনক ই–মেইলগুলো মুছে ফেলার পরামর্শ দিয়েছে ইকুইনাক্স।
সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি

দখিনের সময় ডেস্ক: আমরা প্রায়ই ডাক্তারের প্রেসক্রিপশন হাতে নিয়ে দুর্বোধ্য হাতের লেখার মুখোমুখি হই। অস্পষ্ট, দ্রুত লেখা এই প্রেসক্রিপশনগুলো পড়া বেশিরভাগ মানুষের পক্ষে কঠিন হয়ে...

সকালে নারিকেল খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: সকালে নারিকেল খাওয়ার অভ্যাস এক কাপ কফি বা টোস্টের মতো পরিচিত নাও হতে পারে, তবে যারা স্বাস্থ্যকর উপায়ে দিন শুরু করতে চান...

শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া নিয়ে ভারত যা ভাবছে, বিবিসির প্রতিবেদন

প্রায় আড়াই মাস হতে চলল বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা একটি সামরিক বিমানে চেপে দিল্লিতে এসে অবতরণ করেছিলেন। তারপর থেকে তাকে আর এক...

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, যা বললো আওয়ামী লীগ

দখিনের সময় ডেস্ক: গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একে  কল্পনাপ্রসূত বলে দাবি করেছে আওয়ামী লীগের।...

Recent Comments