স্টাফ রিপোর্টার:
ভয়াবহ রূপ নিয়েছে ই-সিগারেটের আগ্রাসন। এ ব্রাপারে জনগনের মধ্যে উদ্বগ ক্রমাগত বাড়ছে। কেবল তাই নয়, এ বিষয়ে দেশের আইন প্রনেতারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এই উদ্বেগ প্রকাশ করে ১৫৩ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত একটি চিঠিতে সুপারিশ করেছেন যেন বাংলাদেশে ই-সিগারেট বা ভেপিংয়ের আমদানি, উৎপাদন, বিক্রি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়।
এ চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর চেয়ারম্যান মোঃ হাবিবে মিল্লাত, সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি প্রমুখ।
তামাক নিয়ন্ত্রণ এবং তামাক বিরোধী সংগ্রামে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। কিন্তু এটিকে বাইপাস করে ভেপিং এসেছে এবং ইয়াং জেনারেশনকে আকৃষ্ট করার জন্য নানান ধরণের ব্যবস্থা নানা জায়গায় নেয়া হচ্ছে। বাংলাদেশে এখনো এটা তৈরি হয় না, সম্পূর্ণ আমদানি করা হয়। বেশ কিছু দেশ এর মধ্যেই এটা নিষিদ্ধ করেছে। এটা নিষিদ্ধ করার জন্য এখনই উপযুক্ত সময়।
তামাক সেবনের ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় বাংলাদেশে প্রায় ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক সেবন করেন। সেখানে এমপিদের কাছ থেকে কোনদিন সিগারেট নিষিদ্ধ করার ক্ষেত্রে এমন বিবৃতি দেখা যায়নি। কিছুদিন আগেই বিশ্বের অন্যতম শীর্ষ সিগারেট নির্মাতা জাপান টোব্যাকো প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকায় বাংলাদেশের আকিজ গ্রুপের সিগারেট তৈরির ব্যবসা কিনে নেয়ার ঘোষণা দিয়েছে। সেখানেও সরকার বা এমপিদের উদ্বেগ দেখা যায়নি।
Post Views:
87