Home রাজনীতি সেদিনের ঘটনা জাতীয় পার্টির নেতা কর্মীদের ব্যথিত করেছে: মুরতজা

সেদিনের ঘটনা জাতীয় পার্টির নেতা কর্মীদের ব্যথিত করেছে: মুরতজা

কাজী হাফিজ:

বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী  কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. এ কে এম মুরতজা আবেদীন মনে করেন, ২৩ সেপ্টেম্বরের ঘটনায় বরিশাল জাতীয় পার্টি প্রশ্নবিদ্ধ হয়েছে। দৈনিক দখিনের সময়-এর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তাঁর মতে এ ঘটনায় ‘বোরখার ভিতরের লোক’ প্রকাশ্যে আসার মতো ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর বরিশাল নগরীর কীর্তনখোলা কমিনিউটি সেন্টারে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভার আহ্বান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। মঞ্চে অরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপি, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। কিন্তু এ সভা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারেনি। এ ঘটনায় জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টি আহ্বায়ক অধ্যাপক মহসিনুল ইসলাম হাবুলকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছেন, ২৩ সেপ্টেম্বর বরিশাল জাতীয় পার্টির বিরোধ নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ঘটনা এবং পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. এ কে এম মুরতজা আবেদীনের সঙ্গে দৈনিক দখিনের সময় প্রতিনিধির কথা হয় ২ অক্টোবর কাউনিয়ায় তার বাস ভবনে। তিনি বলেন, সেদিনের ঘটনা জাতীয় পার্টির নেতা কর্মীদের ব্যাথিত করেছে ! সেদিন ১০/১২ জন লোক যে ঘটনা ঘটিয়েছে তার প্রতিক্রিয়ায় আমরা প্রতিবাদী হলে পরিস্থিতি কী দাড়াতো!

দৈনিক দখিনের সময়-এর সঙ্গে আলাপকালে মুরতজা আবেদীন অত্যন্ত সতর্ক  ও কৌশলী ছিলেন। এক প্রশ্নে উত্তরে তিনি বলেন, ‘বরিশাল জাতীয় পার্টিতে কোন বিরোধ নেই।’ অনুষ্ঠানের ব্যানারে রওশন এরশাদের ছবি থাকা প্রসঙ্গে একাধিকবার প্রশ্ন করেও সরাসরি তাঁর কোন মন্তব্য পাওয়া যায়নি। তিনি কেবল এইটুকু বলেন, ‘এটি অন্য বিষয়, যেভাবেই হোক হয়েছে !’ অপর এক প্রশ্নের উত্তরে এ কে এম মুরতজা আবেদীন বলেন, ২৩ সেপ্টেম্বর ঘটনার বিষয়ে কেন্দ্র সিব্ধান্ত নেবে। দেখি কি করে। এ বিষয়ে আমার কোন মন্তব্য করা সঙ্গত নয়।

বরিশাল জাতীয় পার্টির বিষয় নিয়ে রাখঢাক করে কথা বললেও রাজনীতির বিষয় নিয়ে অত্যন্ত খোলামেলাভাবে কথা বলেছেন এ কে এম মুরতজা আবেদীন। এক প্রশ্নে উত্তরে তিনি বলেন, আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি তখন তাদের মনোভাব অনুধাবনের চেষ্টা করি। তাদের বক্তব্য হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির থাকা ঠিক হবে না। তিনি বলেন, জাতীয় পার্টির কর্মীরাও এমনটাই মনে করেন।

এ প্রসেঙ্গ মুরতজা আবেদীন বলেন, অওয়ামী লীগ যে অনেক ভালো কাজ করেনি তা কিন্তু ঠিক নয়। আওয়ামী লীগের অনেক ভালো কাজ আছে। সঙ্গে খারাপ কাজও আছে। আর খারাপ কাজই মানুষ বেশি মনে রাখে। যেমন দশটা হালাল কাজকে ম্লান করে দেয় একটি হারাম কাজ। আর আওয়ামী লীগের ভালো কাজ ম্লান করার জন্য আওয়ামী লীগই যথেষ্ট। এটা কেউ করে কাজে, আবার কেউ করে কথায়। আর এ ছাড়া কোন দল ১৪/১৫ বছর ক্ষমতায় থাকলে বদনামের মাত্রা বেশি হওয়াই বাস্তবতা।

এ্যাড. এ কে এম মুরতজা আবেদীন এর সাথে আলাপকালে দৈনিক দখিনের সময় এর প্রতিবেদক কাজী হাফিজ।

এক প্রশ্নের উত্তরে এ্যাড. মুরতজা আবেদীন বলেন, ২০০৮ সালের নির্বাচনে বরিশাল সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল জাহিদ ফারুক শামীমের বিপুল ভোট পাবার ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর ছিলো জাতীয় পার্টির ভোট।

অপর এক প্রসঙ্গে এ কে এম মুরতজা আবেদীন বলেন, চলমান বাস্তবতায় শেখ হাসিনা ছাড়া কি আওয়ামী লীগ চলবে? চলবে না। তেমনই জিএম কাদেরের নেতৃত্ব ছাড়া জাতীয় পার্টি চলবে না। এই বিষয়টি জাতীয় পার্টির প্রতিটি নেতা-কর্মী বোঝেন। আর এটি বোঝার জন্য মোটেই পন্ডিত হবার প্রয়োজন পড়ে না। তিনি বলেন, আমরা জাতীয় পার্টি করি। দলকে শক্তিশালী করতে চাই। দলে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমরা সংঘাত চাই না।

বরিশাল জাতীয় পার্টির অভ্যন্তরে কোন বিরোধ থাকার কথা অস্বীকার করলেও মুরতজা আবেদীনের অভিযোগের তীর প্রধানত ইকবাল হোসেন তাপস ও মহসিন ইসলাম হাবুলের দিকে। জেলা কমিটির সদস্য সচিব হিসেবে এম. এ জলিলকে গ্রহণ না করা প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে, ইকবাল হোসেন তাপস ষড়যন্ত্রে এম. এ জলিলকে বরিশাল জেলা কমিটির সদস্য সচিব করেছেন। অথচ কেন্দ্রের সিদ্ধান্ত ছিলো , জেলা যাবে মহানগরে এবং মহানগর যাবে জেলায়। এ হিসেবে জেলা কমিটির সদস্য সচিব হবার কথা গোলাম মোর্শেদ চুন্নুর। কিন্তু করা হয়েছে এম. এ জলিলকে। আর গোলাম মোর্শেদ চুন্নু কোথাও নেই!

অপর এক প্রশ্নের উত্তরে মুরতজা আবেদীন বলেন, কেবল বরিশাল বলে কথা নয়; যেকোন স্থানে প্রার্থী দেবার বিষয়টি পার্টির কেন্দ্রের এখতিয়ারে। কিন্তু ইকবাল হোসেন তাপসকে বরিশালে মেয়র প্রার্থী হিসেবে আগাম ঘোষণা দিয়ে রাখায় অনেক সময় বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়।

দখিনের সময়: হতে পারে, গত মেয়র নির্বাচনে তার সাফল্যের কারণেই আগাম এই ঘোষণা দেয়া হয়েছে।
মুরতজা আবেদীন: কিসের সাফল্য ভাই! গত মেয়র নির্বাচনে ইকবাল হোসেন তাপশ পেয়েছেন ৭শ’৬৪ ভোট; নিজের এলাকা ২১ নং ওয়ার্ডে পেয়েছেন একশ’ ভোট। একে সাফল্য বলে?

উল্লেখ্য, নানান প্রেক্ষাপটে বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী  কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাড. এ কে এম মুরতজা আবেদীনের শক্ত ভিত্তি রয়েছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ১৯৯৫ সাল থেকে তিনি একটানা পাঁচবার ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এমনকি গতবার সকাল ১০টার মধ্যে সম্পন্ন হওয়া নির্বাচনেও তারে পরাজিত করা যায়নি। এদিকে শুধু নির্বাচনী রাজনীতিতেই নয়, ‘জনশক্তি’ ও সাংগঠনিক ভাবেও মুরতজা আবেদীনের জোরালো ভিত্তি রয়েছে বলেও অনেকেই মনে করেন। সূত্র বলছে, ২০১৫ সালে পার্টি চেয়ারম্যান জেনারেল এইচ এম এরশাদের উপস্থিতিতে কাউন্সিলের মাধ্যমে বরিশাল মহানগর জাতীয় পার্টির সভাপতি হয়েছিলেন এ্যাড. এ কে এম মুরতজা আবেদীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments