Home শীর্ষ খবর কুকুরও মানে রেলগেটের সিগনাল, মানুষ মানে না

কুকুরও মানে রেলগেটের সিগনাল, মানুষ মানে না

দখিনের সময় ডেস্ক:

প্রায়ই দেখা যায় মানুষ রেললাইনের সিগনাল মানে না। ফলে কখনো ঘটে অঘটন। প্রানহানীর ঘটনাও ঘটে। রেললাইনের সিগনাল না মানই যেনো অনেক মানুষের মজ্জাগত প্রবনতা হয়েগেছে। কিন্তু তারা বোঝেন না সিগনাল মানা উচিত। যা কুকুর বোঝে।

সোমবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টা। রেলগেটে বার নামিয়ে দিলেন গেটম্যান। বন্ধ হয়ে গেল যানসহ পথচারী চলাচল। এ সময় রেললাইনের উভয় পাশে অসংখ্য মানুষ আর যানবাহন অপেক্ষায় রয়েছে। হঠাৎ এক পাশে একটি কুকুরকে দেখা গেল। সেও রেললাইনের পাশে দাঁড়িয়ে রয়েছে। অপেক্ষা করছে কখন ট্রেনটি চলে যাবে। সোমবার (০৩ অক্টোবর) বিকেলে নাটোর রেলস্টেশনের পাশের রেলগেটে এমনই দৃশ্য চোখে পড়েছে।

জানা যায়, নাটোর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রাজশাহী থেকে এসে থামে উত্তরা ট্রেন। এরপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী অপর একটি ট্রেন রেলস্টেশন ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণে প্রায় ১০-১২ মিনিট রেলগেট বন্ধ থাকে। এই সময় আইন মেনে লোকজনের সঙ্গে চুপচাপ দাঁড়িয়ে থাকে একটি কুকুর। কুকুরটিকে এভাবে নিয়ম মানতে দেখে একজন বেশ কয়েকটি ছবি তোলেন। ট্রেন রেলগেট অতিক্রম করার পর গেটম্যান বার তুলে দিলে কুকুরটি বাম দিক দিয়ে রেললাইন পার হয়ে চলে যায়।

প্রত্যক্ষদর্শী চামড়া ব্যবসায়ী নূরুল ইসলাম নুরু নিজের ফেসবুক আইডিতে ওই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আজ দেখলাম প্রায় ১০ মিনিট নাটোর রেলক্রসিং বন্ধ থাকায় একটি কুকুর আইন মেনে দাঁড়িয়ে আছে। ট্রেন পার হওয়ার পর সে নিজ গতিতে চলে যায়। যা আমরা মানতে পারি না। এরপর থেকেই নিয়ম মানার জন্য কুকুরটি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসায় ভাসছেন।’

নূরুল ইসলাম নুরু আরও লিখেছেন, ‘এমনভাবে প্রত্যেকেই যদি আইন মানে তবে রেলগেটে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকত না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments