Home শীর্ষ খবর হাজার কোটি টাকায় নির্মিত হচ্ছে বালুর বাঁধ, অসহায় পানি উন্নয়ন বোর্ড

হাজার কোটি টাকায় নির্মিত হচ্ছে বালুর বাঁধ, অসহায় পানি উন্নয়ন বোর্ড

দখিনের সময় ডেস্ক:

নাজুক অবস্থা বুঝাতে ‘বালুর বাঁধ’ বলে একটি প্রবচন আছে। কিন্তু এই প্রবচনকেই বাস্তবে ঘটাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বরগুনার পাথরঘাটায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২ হাজার ৮৯ কোটি টাকার প্রকল্পের চরদোয়ানী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে বালু দিয়ে। নিয়মবহির্ভূত এ কাজে পানি উন্নয়ন বোর্ড বাধা দিলেও থামেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। দাবি স্থানীয়নরা বলছেন, মাটির বদলে বালু দিয়ে বাঁধ নির্মাণ করলে পানির চাপে নিমিষেই ভেঙে যাবে এ বাঁধ।

অভিযোগ রয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের যোগসাজশে বালু দিয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। কেউ এর প্রতিবাদ করলে তাকে হুমকি দিচ্ছে ওই চেয়ারম্যান। তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল বলেন, এই কাজের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পে বন্যা ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে পিরোজপুরের ভান্ডারিয়া, পটুয়াখালীর গলাচিপা, কলাপাড়া ও বরগুনার পাথরঘাটার ৬টি পোল্ডারে ২০৮ কিলোমিটার বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয় ২ হাজার ৮৯ কোটি টাকা।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চংকিং ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন কর্পোরেশন এই বাঁধ নির্মাণের টেন্ডারটি পায়। এর মধ্যে বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর ভাঙন রুখতে ৩৪ কিলোমিটার বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয় ১২৮.৯ কোটি টাকা। কিন্তু এসব এলাকার বাঁধ নির্মাণে মাটির বদলে ব্যবহার করা হচ্ছে বালু। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নিয়ম বহির্ভূত কাজ বন্ধের নির্দেশ দিলেও তোয়াক্কা করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান।

চরদোয়ানী এলাকার হায়দার আলী, মোহাম্মদ খান, মকবুল দফাদারসহ একাধিক বাসিন্দা ঢাকা পোস্টকে বলেন, এই বেড়িবাঁধ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভেবেছিলাম বিভিন্ন সময়ের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে আমাদের এলাকার মানুষজন, পশু-পাখি ও ফসল রক্ষা করবে এই বেড়িবাঁধ। কিন্তু যেখানে পানির তোড়ে মাটিই ভেসে যায়, সেখানে বালু দিয়ে নির্মাণ হচ্ছে বেড়িবাঁধ। এতে আমাদের কোনো উপকার হবে বলে মনে হয় না।

একই এলাকার বাসিন্দা মোশারফ মিয়া বলেন, ২০০৭ সালের সিডরে এখানে প্রায় ৪০ জন মানুষ প্রাণ হারায়। এর একমাত্র কারণ ছিল ভাঙা বেড়িবাঁধ। অনেক আন্দোলনের পরে আমরা স্থায়ী বেড়িবাঁধ পেয়েছি। কিন্তু সেই বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে বালু দিয়ে। এই বালুর বেড়িবাঁধ পানির চাপে ভেঙে যাবে। ওরা ড্রেজার দিয়ে লোকাল বালু এনে উপরে মাটির প্রলেপ দিয়ে বালু ঢেকে দিচ্ছে। এই বেড়িবাঁধ মিশে যাবে বৃষ্টির পানিতে।

সিডিউল বহির্ভূত এমন কাজ বন্ধে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। তবুও থামেনি তাদের বালু দিয়ে বাঁধ নির্মাণের কাজ। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের সঙ্গে একাধিক বার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের পটুয়াখালী সার্কেলের তত্ত্বাবধায় কাইছার আলম বলেন, একাধিকবার কাজ বন্ধে নির্দেশ দিয়েছি আমরা। তবুও ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় অসাধু প্রভাবশালীদের সহায়তায় বালু দিয়ে বেড়িবাঁধ নির্মাণের কাজটি করে যাচ্ছে। বাঁধ উন্নয়ন প্রকল্পের সিএসই হারুন অর রশিদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে আমরা অসহায়। আমরা একাধিকবার তাদেরকে সিডিউল বহির্ভূত কাজ বন্ধে চিঠি দিয়েছি। আমি নিজে চরদোয়ানী এলাকা ঘুরে ঠিকাদারি প্রতিষ্ঠানের চায়নার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের এই অংশের বিল কেটে রেখে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments