Home নির্বাচিত খবর কারণ দর্শানোর নোটিশের বিষয়ে হাবুল চুপ, তবু জানাগেছে জবাব

কারণ দর্শানোর নোটিশের বিষয়ে হাবুল চুপ, তবু জানাগেছে জবাব

কাজী হাফিজ:

বরিশালে ২৩ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা  এবং বরিশাল মহানগর জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলকে কেন্দ্র থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় ২৮ সেপ্টেম্বর। এ নোটিশ অধ্যাপক হাবুলের হাতে পৌছায় ১ অক্টোবর। এবং ওইদিনই তিনি নোটিশের জবাব ডাকযোগে প্রেরণ করেছেন বলে জানাগেছে।

এদিকে অধ্যাপক হাবুল কারণ দর্শানোর নোটিশ পাবার আগেই বিষয়বস্তু জানাজানি হয়ে গিয়েছিলো। এমনকি প্রকাশিত হয় ফেসবুকেও। কিন্তু জবাবের বিষয়ে কঠোর গোপনীয়তা অবলম্বন করেছেন অধ্যাপক হাবুল। এ বিষয়ে তিনি একেবার চুপ, মৌনব্রত পালন করার মতো! যোগাযোগ করা হয়ে তিনি কেবল জবাব প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু বিষয়বস্তু নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে অন্য একটি সূত্র থেকে তাঁর জবাবের বিষয়বস্তু জানাগেছে।

র্নিভরযোগ্য সূত্র জানায়, অভিযোগের বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন মহসিন-উল ইসলাম হাবুল। ২৩ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় কারণ কারণ দর্শানো নোটিশের জবাবে অধ্যাপক হাবুল বলেছেন, ‘জাপা নেতা-কর্মীদের ভিড় এবং শারীরিক কারণে আমি তিনতলায় সভাস্থলে উঠতে পারিনি। কতক্ষণ পর দেখি সিড়ি দিয়ে সকলে শ্লোগান দিয়ে নেমে আসে। আমি নেতা-কর্মীদের জিজ্ঞাসা করে জানতে পারি সভাস্থলে যে ব্যানার টানানো হয়েছে সে ব্যানারে জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা বেগম রওশন এরশাদের ছবি রয়েছে। এ দেখে তারা সভাস্থল ত্যাগ করেছেন।’

নেতা-কর্মীদের স্পষ্ট বক্তব্য, ‘পার্টি চেয়ারম্যান জিএম কাদেরকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সম্মেলন ডেকেছেন রওশন এরশাদ। এ অবস্থায় ২৩ সেপ্টেম্বর বরিশালের সভার ব্যানারে তাঁর ছবি থাকার বিষয়টি নেতা-কর্মীদরে কাছে গ্রহনযোগ্য হয়নি। এদিকে বরিশালের নিবেদিত, ত্যাগী নেতা, জেলা জাপা সদস্য সচিব এ্যাডঃ এম জালিলের নাম বা ছবি কিছুই ব্যানারে ছিলো না। বসার স্থানও ছিলো না।’

এ অবস্থায় নেতা-কর্মীরা শ্লেগান দিয়ে সভাস্থল ত্যাগ করেছেন বলে দাবী করেছেন অধ্যাপক হাবুল। জবাবে তিনি বলেছেন, ‘সভার বক্তব্য শুনে যাতে সভাস্থলের নিচে আর একটি জটলা না হয় সেজন্য আমি সকলকে শান্ত করে পার্টির কার্যালয়ে চলে যাই। এ ক্ষেত্রে সভা বানচাল করার ইন্ধন এবং সভাস্থলে থাকা ব্যানার ছিড়ে ফেলার কোন ঘটনার সাথে আমি ছিলাম না। যা দিবালোকের মতো সত্য।’

অধ্যাপক হাবুল পাল্টা প্রশ্ন করেন, ‘আমি সভা বানচাল করার ইন্ধন দেব কেন?’

 যা বলা আছে হাবুলকে

কারণ দর্শানো নেটিশে:

জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল হাবুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে ২৮ সেপ্টেম্বকর। নোটিশে পার্টির বরিশাল জেলার বর্ধিত সভা বানচালে ইন্ধন যোগানোর অভিযোগ আনা হয়েছে। এ নোটিশে স্বাক্ষর করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ‘গত ২৩ সেপ্টেম্বর ২০২২ জাতীয় পার্টির বরিশাল জেলার বর্ধিত সভা স্থানীয় কীর্তনখোলা কমিউনিটি সেন্টারে দলীয় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি ও শফিকুল ইসলাম সেন্টু’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আপনি সভাস্থলের নিচ তলায় অবস্থান করেন সভা বানচাল করার জন্য ইন্ধন যোগান দেন এবং আপনার অনুসারীরা মিটিং- এর ব্যানার ছিড়ে ফেলা, সভা স্থলের পরিবেশ নষ্ট করার কাজে জড়িত থাকার অভিযোগ এসেছে। উপরোক্ত কাজ কেন দলীয় শৃঙ্খলার পরিপন্থী হবে না এবং উক্ত কাজের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে লিখিতভাবে জানানোর নির্দেশ প্রদান করা হলো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে...

Recent Comments