Home খেলাধূলা বায়ার্নের পর ইন্টারের কাছেও হারল বার্সা

বায়ার্নের পর ইন্টারের কাছেও হারল বার্সা

দখিনের সময় ডেস্ক:

বায়ার্নের সাথে হেরে আগেই দুই নম্বরে নেমেছিল বার্সেলোনা। গ্রুপ অব ডেথে এবার তাদের লড়াইটাকে আরও কঠিন করে দিল ইন্টারে মিলান। চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ন লড়াইয়ে বার্সেলোনাকে ঠিক ধরাসায়ী করতে পারেনি ইতালিয়ান জায়ান্টরা। তবে রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে দারুণ এক জয় তুলে নিয়েছে সিরি’আর রানার আপরা।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে সান সিরোয় বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার। স্এবাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন হাকান কালহানোগলু। ইন্টারের জয়ে গ্রুপ ‘সি’ এর লড়াইটা এখন আরও জমজমাট। গ্রুপ পর্বের অর্ধেক ম্যাচ শেষে এখন দুই নম্বরে আছে ইতালিয়ান জায়ান্টরা। অন্যদিকে তিন নম্বরে থাকা জাভি হার্নান্দেজের শিষ্যরা এখন মুখিয়ে থাকবে প্রতি ম্যাচেই জয় তুলে নেয়ার। তিন ম্যাচের তিনটাতেই জয় তুলে নেয়া বায়ার্ন আছে গ্রুপের শীর্ষে।

ঘোরের মাঠে শুরুতে কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলে ইন্টার। সপ্তম মিনিটে সুযোগও তৈরি করে নেন স্বাগতিক ফরোয়ার্ড কালহানোগলু। কিন্তু বক্সের বাইরে থেকে নেয়া তার জোরালো শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠান বার্সেলোনা গোলরক্ষক।

সময় গড়াতে থাকলে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখাতে শুরু করে বার্সেলোনা। এসময় অবশ্য বেশকিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেসনি কাতালানরা। এদিকে প্রতি-আক্রমণে ভীতি ছড়াচ্ছিল ইন্টারও। ২৮ তম মিনিটে স্বাগতিকরা একবার জালে বল জড়িয়ে অফসাইডের কারণে লিড পায়নি।

কাতালানদের স্তব্ধ করে দিয়ে ইন্টারকে শেষমেষ লিড এনে দেন কালহানোগলু। ডিমার্কোর পাসে থেকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জালে বল ছোঁয়ান তুর্কি মিডফিল্ডার। পিছিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধে খুব বেশি আক্রমণ শাণাতে পারেননি লেভান্ডোভস্কি-রাফিনিয়ারা। ফলে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় জাভি হার্নান্দেজের শিষ্যদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments