Home অন্যান্য নির্বাচিত খবর ছাত্রলীগের ২ মামলা, ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

ছাত্রলীগের ২ মামলা, ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের নামে দুটি মামলা করেছেন ছাত্রলীগের দুই নেতা।

ওই মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে তাদের আসামি করে কোর্টে চালান দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি তারিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল, দপ্তর সম্পাদক মো. সানাউল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সম্পাদক পারভেজ মাহমুদ, সদস্য তসলিম হোসাইন অভি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আকরাম হুসেইন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সাহিত্য সম্পাদক জাহিদ আহসান, সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি, সহ-সাংগঠনিক সম্পাদক মুজাহিদ মিজান, জিহাদ পাটওয়ারি, মো. রাকিব সদস্য (পল্টন থানা), আরিফুর রহমান আরিফ (সদস্য, ডেমরা থানা), ঢাকা কলেজ শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, সাবেক সহ-সভাপতি মো. রাকিব, কুমিল্লা মহানগর সভাপতি মো. ওয়ালিউল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আবু মো. কাওসার, যুগ্ম সদস্য সচিব গণঅধিকার (ঢাকা মহানগর দক্ষিণ) বিল্লাল হোসেন।

এর আগে হামলার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন। এজাহারে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন নাজিম উদ্দীন।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের ওপর হামলার একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার তাদের আটক করা হয়েছিল। আজ শনিবার সকালে ২৪ জনকে এ মামলায় আসামি করে কোর্টে চালান করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments