Home প্রযুক্তি নতুন আইওএস আবারও হালনাগাদ করল অ্যাপল

নতুন আইওএস আবারও হালনাগাদ করল অ্যাপল

দখিনের সময় ডেস্ক:

গত ১২ সেপ্টেম্বর ‘আইওএস ১৬’ আনার এক মাসের মধ্যেই তৃতীয়বারের মতো এই অপারেটিং সিস্টেম হালনাগাদ করেছে অ্যাপল। ‘আইওএস ১৬.০.৩’ নামের হালনাগাদ সংস্করণটিতে বেশ কিছু কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।

অ্যাপলের তথ্যমতে, ‘আইওএস ১৬.০.৩’ সংস্করণে ইনকামিং কল এবং অ্যাপ নোটিফিকেশন ত্রুটি, ‘কার প্লে’তে থাকা শব্দের সমস্যাসহ ক্যামেরার ধীরগতি দূর করা হয়েছে। পাশাপাশি মেইলজ্যাক নামের ত্রুটিরও সমাধান করা হয়েছে। এ ত্রুটি কাজে লাগিয়ে অপরিচিত ঠিকানা থেকে আকারে বড় ই-মেইল পাঠিয়ে সহজেই আইফোন ও আইপ্যাডের ই-মেইল অ্যাপ ক্র্যাশ বা অকার্যকর হয়ে যেত। ফলে আইফোন বা আইপ্যাড থেকে স্বচ্ছন্দে ই-মেইল অ্যাপ ব্যবহার করা সম্ভব হতো না।

উল্লেখ্য, আইফোন ১৪-তে বিল্টইনভাবে থাকলেও পুরোনো সংস্করণের আইফোনে ‘আইওএস ১৬’ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যায়। কিন্তু নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারের পর থেকেই বিভিন্ন কারিগরি সমস্যায় পড়েন আইফোন ব্যবহারকারীরা। তাই ‘আইওএস ১৬.০.৩’ সংস্করণ দ্রুত হালনাগাদের পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

আইফোনের সেটিংস অপশনে প্রবেশের পর সফটওয়্যার আপডেট মেনুতে ক্লিক করে হালনাগাদ সংস্করণটি ব্যবহার করা যাবে।
সূত্র: ফোর্বস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

Recent Comments