Home শিক্ষা ক্যাম্পাস পাবিপ্রবি'র শিক্ষক হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলাম

পাবিপ্রবি’র শিক্ষক হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসলাম

কাজী হাফিজ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আসলাম হোসাইন। আসলাম হোসাইন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী। এর আগে তিনি বাংলাদেশ এয়ারফোর্স (বিএফ) শাহীন কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

গত ১১ অক্টোবর একটি প্রেসবিজ্ঞপ্তি দিলে আজ নিয়োগ পাওয়ার কথা নিশ্চিত করেন নিয়োগপ্রাপ্ত আসলাম হোসাইন। আসলাম হোসাইন জানান, আমার গণিতের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করতো। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি টিউশনি করাতাম এবং শিক্ষকতা পেশার প্রতি আকর্ষণও ছিলো। আমার সকল কাজে আমার পিতা-মাতা সর্বোচ্চ সাপোর্ট দিয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি যারা সঠিক দিকনির্দেশনা দিয়েছে বলেই আজ আমি এ পর্যন্ত।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের এমন অর্জন আমাদেরকে গর্বিত করে।এর আগেও আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বিভিন্ন কর্মযজ্ঞে পদার্পন করেছে।এ থেকে শিক্ষার্থীরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছে।এই সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।আগামিতে বরিশাল বিশ্ববিদ্যালয় হবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান চিন্ময়ী পোদ্দার বলেন, আমার বিভাগের শিক্ষার্থী এ অর্জন আমাদের গর্বিত করে। এটা গণিত বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্যেও গর্বের। এই অর্জন শিক্ষার্থীদের জন্যে বড় একটি অনুপ্রেরণা।

উল্লেখ, প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রাপ্ত আসলাম গণিত অলিম্পিয়াডে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। স্নাতকে তাঁর সিজিপিএ ৩.৯৪। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ প্রোগ্রাম চালু

কাজী হাফিজ: বর্তমান বিশ্বে মাস্টার্স অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামকে ব্যবসা এবং ব্যবস্থাপনার সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষার্থীদের চাহিদার কথা...

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

Recent Comments