Home শিক্ষা ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

কাজী হাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদ্‌যাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন। এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে স্মারক বৃক্ষরোপন, কেক কাটা, আলোচনা সভার মাধ্যমে শেখ রাসেল দিবস উদ্‌যাপন করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর ২ টায় স্মারক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দুপুর দুইটা ৩০ মিনিটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন, রেজিস্ট্রার, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও শিশুদের সাথে নিয়ে কেক কাটেন উপাচার্য মহোদয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুন প্রজন্মকে শেখ রাসেল সম্পর্কে জানতে হবে। শেখ রাসেল দিবস উদযাপনের প্রাসঙ্গিকতাই হচ্ছে ভবিষ্যত প্রজন্মের কাছে শেখ রাসেলের আত্মত্যাগকে তুলে ধরা। কতটা নৃশংস, অমানবিক এবং চূড়ান্ত পর্যায়ের মানবাধিকার হরণ হলে এগারো বছরের একটি ছোট্ট শিশুকেও নির্মম হত্যাকান্ডের শিকার হতে হয়। একজন বাঙালি হিসেবে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও তৎপরবর্তী সঠিক ইতিহাস তরুণ প্রজন্মকে জানানোর দায়িত্ব আমাদের। আর তাহলেই শেখ রাসেল দিবস উদযাপন স্বার্থক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইউম, প্রক্টর ড. খোরশেদ আলম, ছাত্র নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. তারেক মাহমুদ আবীর, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হাচান, গ্রেড ১১-১৬ কল্যাণ পরিষদের সভাপতি শাহাজাদা খান ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান।

রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. হালিমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments