দখিনের সময় ডেক্স:
পুরনো ঢাকার সুত্রাপুরের লালকুঠি এলাকায় আবারো কিশোর গ্যাংয়ের বিরোধে মারা গেলো অনন্ত নামে চৌদ্দ বছরের এক কিশোর। নৃশংস এ হত্যাকান্ডটি ঘটেছে সোমবার (২৯/০৩/২০২১) শবেবরাতের রাতের সাড়ে ১১টার দিকে পুরনো ঢাকার সুত্রাপুরের লালকুঠি এলাকায়।
এঘটনায় আহত হন সাজু , তিনি জানান স্থানীয় মিল ব্যারাক এলাকার সন্ত্রাসী মুন্না, আকাশের আশ্রয়ে জুনিয়র ফেরদৌস, আলামিনের সঙ্গে অনন্ত, সাজু সোহেলের ঝগড়া হয়। এ ঘটনার জেরে গতকাল শবে বরাতের রাতের সাড়ে ১০টার দিকে মিল ব্যারাক লালকুঠি ঘাটে কিশোর গ্যাংয়ের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় অনন্ত পেটে একাধিক ছুরিকাঘাতে করা হয়। তাকে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় ছুরিকাঘাতে আহত সাজু ওসোহেলকে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল। ২ ভাইয়ের মাঝে অনন্ত ছোট ছিলেন। বাসা স্থানীয় মিল ব্যারাকের কাগজীটোলায় থাকতেন। বাবা বাংলাবাজারে দোকানে কাজ করছেন।
এই ঘটনায় নিহত কিশোর অনন্তের (১৬) বাবা বাদি হয়ে সূত্রাপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেছে৷ ওই মামলার আসামি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঠানো হয়েছে৷ কিছুদিন পরপরই ঢাকায় এক গ্রুপ কিশোরের হাতে আরেক গ্রুপের কিশোর খুন হচ্ছে৷ আইন-শৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতার পরও থামানো যাচ্ছে না তাদের ।