দখিনের সময় ডেক্স:
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া ১৮ দফা নির্দেশনা কার্যকর হওয়ার কথা আজ বুধবার সকাল থেকে। তারই অংশ হিসাবে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী বহন করা যাবে না। তারপরও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে, গণপরিবহনে অর্ধেকের বেশি যাত্রী তোলা হচ্ছে। অনেক বাসেই যাত্রীরা পাশাপাশি বসছেন। অনেক বাসে অর্ধেক যাত্রী নেওয়ার পরও অতিরিক্ত আরও পাঁচ থেকে সাতজন যাত্রী তুলছেন। কিন্তু যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া ঠিকই নেওয়া হচ্ছে, অনেক বাসে আবার নিচ্ছেন দ্বিগুন ভাড়া।
বাসের একাধিক যাত্রী জানান – প্রথম দিকে দুটি আসনে একজন করে যাত্রী বসার জন্য অনুরোধ করেন চালকের সহকারী। অর্ধেক যাত্রী নেওয়া শেষ হলে পরে আবার ছয় থেকে সাতজন যাত্রী নেওয়া হয়। তাঁদের দাঁড়িয়ে যেতে বলা হয়। দাঁড়িয়ে থাকা বয়োজ্যেষ্ঠ ও নারী যাত্রীদের অনেকে ডাবল করে বসে যাচ্ছেন। কিন্তু চালকের সহকারী সব যাত্রীর কাছ থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করেন। অন্য সময় ভাড়া নেওয়া হতো ১০ থেকে ১৫ টাকা, আজ নিয়েছে ৩০ টাকা।
এদিকে ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের যাত্রীবাহী ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।এ ছাড়া স্বাস্থ্যবিধি ও করোনার সংক্রমণরোধে অন্যান্য বিধি অনুসরণ করে ট্রেনে যাত্রী ও মালপত্র পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।