Home প্রযুক্তি টেলিনরের সঙ্গে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি নবায়ন করেছে এরিকসন

টেলিনরের সঙ্গে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি নবায়ন করেছে এরিকসন

দখিনের সময় ডেস্ক:

টেলিনরের সঙ্গে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি নবায়ন করেছে এরিকসন। চুক্তি নবায়নের ফলে ২০২৪ সাল পর্যন্ত এরিকসনের কগনিটিভ সফটওয়্যার–সেবা ব্যবহার করবে গ্রামীণফোন। চুক্তির আওতায় বাংলাদেশসহ মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে টেলিনরের প্রতিষ্ঠানগুলো এরিকসনের কগনিটিভ সফটওয়্যার–সেবা ব্যবহার করতে পারবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এরিকসন।

২০১৭ সালে টেলিনরের সঙ্গে গ্লোবাল ফ্রেমওয়ার্ক চুক্তি করে এরিকসন। নেটওয়ার্ক অপারেশন (উন্নত নেটওয়ার্ক অপারেশনস সেন্টার অটোমেশন), নেটওয়ার্ক ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড অপটিমাইজেশন, ফার্স্ট লেভেল অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্ট ফিল্ড অপারেশন এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক বাস্তবায়নের মতো একাধিক সেবার জন্য একটি কমন ডেলিভারি সেন্টার (সিডিসি) তৈরির জন্য এ চুক্তি করা হয়।

এরিকসন অপারেশন ইঞ্জিন (নেটওয়ার্ক পরিচালিত সেবাগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই–ভিত্তিক ডেটা পদ্ধতি) টেলিনরকে পরবর্তী প্রজন্মের সংযোগ নিশ্চিত করতে সক্ষম করেছে এবং গ্রাহকদের নিরাপদ ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দিচ্ছে।

এ বিষয়ে এরিকসনের দক্ষিণ-পূর্ব এশিয়া, ওশেনিয়া ও ভারতের নেটওয়ার্ক অপারেশনস অ্যান্ড ম্যানেজড সার্ভিসেসের প্রধান প্রদীপ কোটনালা জানিয়েছেন, এরিকসনের কগনিটিভ সফটওয়্যার সলিউশন উন্নত এআই প্রযুক্তির সঙ্গে নেটওয়ার্ক ডিজাইন এবং অপটিমাইজেশন ডোমেইনকে উদ্ভাবনী উপায়ে একীভূত করতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments